Humanitarian Police! They rescued the sick vagrant woman and treated her.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রীষ্মের প্রবল দাবদাহ রাস্তা প্রায় ফাঁকা,হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক ভবঘুরে মহিলা। অনেকের নজরে এলেও মুখ ঘুরিয়ে চলে যান সকলে। তবে ওই পথে যাবার সময় রাস্তার মাঝে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকা ওই ভবঘুরে মহিলাকে পড়ে থাকতে দেখেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান ওসি।
দেখেন প্রায় অচৈতন্য অজ্ঞাত পরিচয় ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন। দেরী না করে দ্রুত ওই মহিলাকে তুলে নিয়ে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের ঘাটাল থানার বড়দাচৌকন এলাকার। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। ঘাটাল থানার ওসি ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই অসহ্য গরমে পুলিশ কর্মীর এহেন ভূমিকায় প্রশংসায় ঘাটালবাসী।
Humanitarian Police
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Humanitarian Police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore