By hitting a police car 1 bike rider seriously injured in Egra! Excited crowd blocking the road.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুলিশ গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় এক বাইক আরোহী। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ কুদি বিডিও অফিসের সম্মুখে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা থেকে কুদির দিকে আসার সময় এগরা থানার পুলিশের একটি গাড়ি মোটরবাইকের পেছনে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। আর এই ঘটনার পর ওই মোটর বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে।
আরও পড়ুন:- রাজ্যে দশম এবং দেশের সেরা কলেজের তালিকায় স্থান পেল মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন:- শিকারে ৯০ শতাংশ জমায়েত আটকানো গিয়েছে! মেদিনীপুরে জানালেন ডিএফও
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।তবে পরবর্তী সময়ে তার অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এ ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা পুলিশ গাড়ি ঘিরে এগরা – দীঘা রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখায় পাশাপাশি পুলিশের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
Egra
আরও পড়ুন:- “হিংসা হতেই পারে, আটকাবে প্রশাসন,” মেদিনীপুরে বললেন সুকান্ত মজুমদার
আরও পড়ুন:- ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
তাছাড়া রাস্তায় পুলিশের এই তোলাবাজির জেরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ।তাছাড়া পুলিশের তোলাবাজি বন্ধ না হলে পরবর্তী সময়ে আবারও এইভাবে পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে বলে দাবি স্থানীয়দের। তবে পরবর্তী সময়ে এগরার বিধায়ক তরুন মাইতি ও এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিও রাজের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:- ডেঙ্গু সহ মশাবাহিত রোগ দমনে আগে থেকেই তৎপর স্বাস্থ্য দফতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Egra
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore