Temporary cleaning workers protest in Midnapore Municipality without receiving salary for two months
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কাজ করে গিয়েছে দিনের পর দিন, মেলেনি বেতন। সংসার চালাতে হিমশিম তারা। এরকম দু’মাস ধরে বেতন না পেয়ে শনিবার মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো অস্থায়ী সাফাই কর্মীরা। অবিলম্বে বকেয়া বেতন মেটানোর দাবি তুলেছেন তারা। মেদিনীপুর পৌরসভার ১৫৩ জন এমন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। তাদের দাবি, “বেশিরভাগ কর্মীরাই আজ পর্যন্ত নিযুক্তি চিঠি পায়নি।
সেই সঙ্গে বেতন পর্যন্ত বন্ধ। আমরা রোজ কাজ করে চলেছি। সংসার চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।” শনিবার সকাল থেকে সাফাইয়ের কাজ বন্ধ রেখে মেদিনীপুর পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখান তারা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “আমরা পৌরসভা থেকে উনাদের বেতন ছেড়ে দিয়েছি। ব্যাঙ্কের পদ্ধতিগত কাজের জন্য বেতন একটু দেরি হয়েছে। আগামী সোমবারের মধ্যে বেতন পেয়ে যাবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore