Bank Fraud
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এবার বড়োসড়ো ব্যাংক জালিয়াতির ঘটনা এল প্রকাশ্যে। উল্লেখ্য, প্রায় এক কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ এনে ব্যাংকের সামনে ঘেরাও করল সাধারণ গ্রামবাসী। কাঁথি ১ নম্বর ব্লকের আলাদারপুট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনল গ্রাহকেরা। সম্প্রতি ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক অর্ধেন্দু প্রধান মারা যাওয়ার পর এই ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন:- ইতিহাস আঁকড়ে আজও অবহেলায় ধ্বংসপ্রাপ্ত ভারতের প্রথম ডাকঘর
আরও পড়ুন:- ১৫ ডিসেম্বর থেকে স্কুলে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের , নির্দেশ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদের
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুটআউটের ঘটনায় গ্ৰেফতার ৩
গ্রাহকদের দাবি ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে তাদের একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ও জমা দেওয়া টাকা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা হয়নি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় পাস বই আপডেট করতে যেতেই আর্থিক তছরুপের ঘটনা প্রকাশ পায়। টাকা খোয়া গেছে এমন অনেক সাধারন মানুষ জন প্রতিকার চেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ যাবতীয় দায় হয়ে যা হোক পরিষেবা কেন্দ্রের ওপর চাপিয়ে দেওয়া সমস্যায় পড়েছে সাধারণ মানুষ জন।
আরও পড়ুন:- দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলের পৌর আধিকারিকদের নিয়ে বৈঠকে ‘সুডা’, উপভোক্তাদের দেওয়া হল প্রকল্পের বাড়ির চাবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Bank Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: This time in Contai of East Midnapore district, the incident of massive bank fraud has come to light. It is to be mentioned that the common villagers surrounded in front of the bank alleging financial embezzlement of around one crore taka. Customers have filed a complaint of financial misappropriation against a customer service center of a state-owned bank in the Aladarput area of Contai No. 1 block. The incident came to light recently after the death of Ardhendu Pradhan, the owner of the customer service center.
Customers claim that money has been withdrawn from their account from that customer service center and the money deposited has not been credited to the specified bank account. As soon as he went to update the passbook at the branch of the state-owned bank, the incident of financial embezzlement came to light. Many ordinary people who have lost money are protesting around the branches of state-owned banks instead of seeking redress. But the common man is facing the problem of imposing all the responsibilities on the service center by the bank authorities.