Suvendu Adhikari
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা বিজেপিতে যোগদান করেছিলেন তাদের মধ্যে অনেক বিধায়ক একে একে তৃণমূলে যোগদান করছেন।ফলেই আগামী দিনে বিজেপির আসন সংখ্যা ৩০ শের নীচে নেমে আসবে আর শুধু সময়ের অপেক্ষা তিনি নিজেও যোগদান করবেন।
আরও পড়ুন:- এগরায় ফের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্ণীতি নিয়ে সরব খোদ তৃণমূলেরই উপ-প্রধান
আরও পড়ুন:- ডিজেল কিনতে হিমশিম, কেরোসিনে মোবিল মিশিয়ে পশ্চিম মেদিনীপুরে চলছে বাস
গত রবিবার কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের সিবিআই দ্বারা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মিথ্যা মামলার বিরুদ্ধে নন্দীগ্রামের সীতানন্দ কলেজ মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ধিক্কার সভা উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী সৌমেন মহাপাত্র ।
আরও পড়ুন:- বিজেপি কর্মী খুনের ঘটনায় বনধের প্রভাব তেমন পড়ল না ভগবানপুরে , সচল জনজীবন
Suvendu Adhikari
এদিন ধিক্কার সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন, বিধায়ক তিলক চক্রবর্তী , তৃণমূল কংগ্রেসের তমলুক জেলা সংগঠনের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, সেক সুফিয়ান সহ একাধিক নেতা কর্মী সমর্থকরা। হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধিক্কার সভায় উপস্থিত হয়। সভা শুরুর আগে সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের সভা মঞ্চ থেকে আগামী ১০ নভেম্বর নন্দীগ্রাম শহীদ দিবস উদযাপন করা হবে। রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হবে বলে ঘোষান করা হয়।
আরও পড়ুন:- প্রাথমিকে বিদ্যালয় খোলার দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সৌমেনবাবু প্রত্যেকদিন সুরা পান করেন। কাল দিনের বেলাও করেছিলেন বলে আমার মনে হয়। এ ধরনের কথা বলা উচিৎ না, তবু দায়িত্ব নিয়ে বলছি। তমলুকে সবাই জানে। মানিকতলাতে একটা ওষুধের দোকানের পিছনে উনি কী করেন সন্ধ্যার পরে তা সকলেই জানেন। আমার মনে হয় কাল দিনের বেলাতেও অপ্রকৃতস্থ ছিলেন। তাই এ ধরনের কথা বলেছেন।”
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক জেলা কমিটি গঠন এসইউসিআই-এর
আরও পড়ুন:- ফের মেদিনীপুর শহরে শ্রমিকের বেশে আন্দোলন চাকরি প্রার্থীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Suvendu Adhikari
Web Desk, Biplabi Sabyasachi online paper: Many of the MLAs who joined the BJP holding the hand of state opposition leader Suvendu Adhikari are joining the TMC one by one. As a result, the number of BJP seats will come down to less than 30 in the coming days and he will join the party just in time.
A statement issued by the All India Trinamool Congress on Sunday at the Sitananda College ground in Nandigram against the dictatorial attitude of the central government the price of essential commodities including petrol, diesel, cooking gas and the false allegations leveled by the CBI against the central government by Soumen Mohapatra.
State Trinamool Congress president Subrata Bokshi, Trinamool leader Purnendu Basu, MP Dola Sen, MLA Tilak Chakraborty, Trinamool Congress Tamluk district president Devprasad Mandal, Sek Sufian and several other activists were present at the meeting. Thousands of Trinamool Congress activists attended the rally. Before the meeting, Trinamool Congress leaders laid wreaths at the portrait of the late Subrata Mukherjee. Nandigram Martyr’s Day will be celebrated on November 10 from today’s meeting stage. It was announced that it would be held with state leadership and district leadership.
Opposition leader Suvendu Adhikari told reporters on Monday, “Soumenbabu drinks alcohol every day. I think he did it during the day. This kind of thing should not be said, but I am talking about responsibility. Everyone knows Tamluk. Everyone knows what he does in the evening behind a drug store in Maniktala. I think he was unreal even yesterday. That’s why he said such things. “