Durga Puja
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনার একাধিক বিধিনিষেধের মাঝেই বাঙালি মেতে উঠেছে দুর্গা পুজোতে। জেলার অন্যান্য জায়গার মতো মেদিনীপুর শহরেও মণ্ডপে মণ্ডপে থিমের ছড়াছড়ি। এমনই এক মণ্ডপের থিমে উঠে এলো শিশুর নিস্তব্ধ আর্তনাদের চিত্র। করোনা জেরে দেড় বছর বন্ধ বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন। দীর্ঘ দিন বিদ্যালয়ে যায়নি শিশুরা। কার্যত গৃহবন্দি দিনযাপনে তাদের ল্যাপটপ বা মোবাইলে দিন কাটছে পড়াশোনা ও অন্যান্য ক্লাসের মাধ্যমে। শিশুদের এই চিত্র শহরের কর্মচারী ভবনে সংযুক্ত পল্লীর মন্ডপে ফুটে তুললেন শিল্পী প্রশান্ত খাটুয়া। সৃজনে সাহায্য করেছে রংতুলি আর্ট গ্রুপ। ‘সাঁতারের ক্লাসে যেতে খুব ইচ্ছে করে আমার’, ‘নাচের ক্লাস আছে জুম অ্যাপসে সন্ধ্যা সাতটায়’, দুপুর 12 টায় আঁকার ক্লাস গুগল মিটে’।
আরও পড়ুন:- পঞ্চমীতেই মেদিনীপুর শহরে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, ষষ্ঠী থেকে থাকছে যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ
আরও পড়ুন:- বন্যার জল পেরিয়ে পরিষেবা দিলেও পুজোর আগেও চার মাসের ইন্সেন্টিভের টাকা পেল না পশ্চিম মেদিনীপুরের আশাকর্মীরা
আবার ‘নেটওয়ার্ক ডিস্ট্রাব হচ্ছে অনলাইনে কিছুই শুনতে পাচ্ছি না’, ‘অনলাইন ক্লাসে আর কিছুই মাথায় ঢোকে না’, এমনই শিশুদের মুখের কথা লেখা রয়েছে মন্ডপের বিভিন্ন বোর্ডে। দীর্ঘদিন বিদ্যালয় সহ অফলাইনে বিভিন্ন ক্লাস বন্ধ থাকায় বন্ধুদের সাথে দেখা হয়নি বলেও আফসোস। লেখা আছে, ‘দু’বছর হয়ে গেল বন্ধুদের দেখা হয়নি’। মন্ডপের চূড়ার দিকে বিদ্যালয়, গান, নাচ, সাঁতারের ছবি এঁকে তাতে তালা ঝুলানো রয়েছে। চিত্রে দেখানো হয়েছে, একসাথে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ের। যেন সেই দিন ফিরে পেতে আবার চাইছে শিশুরা। তার আবদারও করেছে মা-এর কাছে।
Durga Puja
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তৎপর স্বাস্থ্য দফতর
তবে শিশুদের ভালো না লাগলেও মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে। যেখানে স্যার, ম্যাডাম, বন্ধুদের দেখতে পেলেও তাদের সাথে প্রাণ খুলে কথা বলার বা কাছে যাওয়ার সুযোগ নেই। যেন মুক্তি চাইছে এই দমবন্ধ করা বদ্ধ জীবন থেকে। শিল্পীর কথায়, শিশুরা মুখে বলতে না পারলেও তাদের নিস্তব্ধ আর্তনাদের যন্ত্রনা উপলব্ধি করেই এবারের থিম ‘আর ভালো লাগছে না মা’। শিশুরা চাইছে বিদ্যালয়, খেলার মাঠ, নাচ, গান, আবৃত্তির ক্লাসরুম। মা-এর কাছে তাদের আবদার, যেন পুরনো দিন ফিরে পায়।
আরও পড়ুন:- নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় সেখ সুফিয়ানের জামাই সহ ১১ জনকে গ্রেফতার CBI-র
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে লক্ষাধিক টাকার মোবাইল চুরির কিনারা করল পুলিশ, গ্রেপ্তার ১
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. In the midst of multiple restrictions of Corona, Bengali Mete has risen in Durga Pujo. Like other places in the district, the town of Midnapore is also littered with various themes in the mandap. The theme of such a mandapa was the image of the child’s silent cries. Because of Corona schools closed for a year and a half. The children did not go to school for a long time. Practically under house arrest, they spend their days on their laptops or mobiles, studying and other classes. Artist Prashant Khatua painted this picture of children in the village mandapa attached to the city staff building. Ranguli Art Group helped in the creation. ‘I really want to go to swimming class’,’ I have a dance class on Zoom Apps at 7 pm ‘, drawing class on Google at 12 noon’.
Again, ‘Network is being disturbed, I can’t hear anything online’, ‘Nothing else enters my head in online class’, such children’s words are written on the various boards of the mandapa. It is a pity that I have not met my friends for a long time as various classes are closed offline including school. Towards the top of the mandap there are pictures of schools, songs, dances and swimming and there is a lock hanging on it. As shown in the picture, the hustle and bustle with friends together. As if the children want to get back that day. He also did his whim to his mother.
Durga Puja
However, even if the children do not like it, they have to spend hours in front of mobiles, laptops and computers. Where, sir, madam, even if you see friends, there is no opportunity to talk to them or approach them. As if seeking liberation from this suffocating closed life. According to the artist, even though the children could not speak, realizing the pain of their silent cries, this time the theme was ‘I don’t feel good anymore, mother’. Children want school, playground, dance, song, recitation classroom. Their whim to the mother, to get back to the old days.