ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: একের পর এক বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নিজেদের হাতে নিয়ে তৃণমূলের বিজয় রথের গতি অব্যাহত রাখছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লক তৃণমূল। বিধানসভা ভোটের আগে পর্যন্ত যেখানে নয়াগ্ৰাম ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০ টি তৃণমূলের দখলে ছিল,সেখানে বাকি ২ টি গ্রাম পঞ্চায়েতেরও দখল নিয়ে সোমবার একপ্রকার গ্রাম পঞ্চায়েত দখলের বিজয় অভিযান শেষ করল তৃণমূল। বিধানসভা নির্বাচনের পর বিজেপি পরিচালিত বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পর সর্বশেষ সংযোজন হল আড়রা অঞ্চল।প্রধানত,এই দুটি অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে ছিল।
আরও পড়ুন:- যাত্রীবাহী বাস ও মদের গাড়ির সংঘর্ষ পূর্ব মেদিনীপুরে, জখম বহু যাত্রী ও অপর চালক
বিজেপি পরিচালিত আড়রা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিজয়া ধয়াল এবং পঞ্চায়েত সদস্য নরেন্দ্রনাথ টুডু তৃণমূলে যোগদান করার ফলে ১১ সদস্য বিশিষ্ট আড়রা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা একপ্রকার তৃণমূলের হাতে আসতে চলেছে। তৃণমূলের ঝাড়গ্ৰাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদার সবুজ সংকেত পাওয়ার পর আড়রা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান এবং বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন ।উপস্থিত ছিলেনা তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির নেতা উজ্জ্বল দত্ত এবং ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস। এবিষয়ে উজ্জ্বল দত্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দিতে ব্লকের একাধিক বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করছেন।
Jhargram
আরও পড়ুন:- ৩কোটি ৪৮ লক্ষ ব্যয়ে গঙ্গার পাড়ের আদলে সাজবে মেদিনীপুরের গান্ধিঘাট
যার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি তৃণমূলের দখলে আসছে। পরবর্তী সময়ে আড়রা অঞ্চলে তৃণমূলের পঞ্চায়েত বোর্ডকে নিষ্কণ্টক করতে ফের বিজেপির নয়াগ্ৰাম মন্ডলের এসটি মোর্চার সভাপতি শঙ্কর হেমব্রম এর নেতৃত্বে বেশ কয়েকজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তৃণমূলে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচিতে ছিলেন বিধায়ক দুলাল মুর্মু, শ্রীজীব সুন্দর দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ প্রমুখ। যোগদান কর্মসূচিতে এসে বিধায়ক দুলাল মুর্মু স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন প্রয়োজন অনুযায়ী সবসময় তিনি এলাকার উন্নয়নে মানুষের পাশে থাকবেন। যার ফলে নয়াগ্রাম ব্লকে বিজেপি আর কোন গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় থাকল না ।১২ টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রইল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:- নির্ভয়ার ছায়া মু্ম্বইয়ে, সারা দেশের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি পশ্চিম মেদিনীপুরেও
আরও পড়ুন:- বনধের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মিছিল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: One after another, the BJP-run Gram Panchayats are taking the Trinamool’s victory chariot in their hands and the Trinamool is continuing the pace of the Nayagram block of Jhargram district. While 10 out of 12 gram panchayats in Nayagram block were occupied by the Trinamool till the assembly polls, the Trinamool on Monday ended its victory campaign by occupying the remaining two gram panchayats. The latest addition to the BJP-led Baligeria gram panchayat after the assembly elections is the Arara region. Mainly, these two regions were occupied by the BJP in the last panchayat elections.
Vijaya Dhayal, deputy chief of the BJP-run Arara Gram Panchayat. And Narendranath Tudu, a panchayat member, have joined the Trinamool Congress. After receiving the green signal from Trinamool Jhargram district president. Debnath Hansdar, Arra gram panchayat deputy chief and BJP panchayat member joined Trinamool. Trinamool Jhargram district committee leader Ujjwal Dutta and block Trinamool president Sreejib Sundar Das were not present. In this regard, Ujjwal Dutt said that several BJP panchayat members of the block are joining the TMC to join Mamata Banerjee’s development activities.
Through which the gram panchayats are coming under the control of the grassroots. Later, a number of local leaders, led by Shankar Hembrum, president of the BJP’s Nayagram Mandal ST Morcha, joined the Trinamool to dismantle the Trinamool panchayat board in the Arra area. MLA Dulal Murmu, Sreejib Sundar Das, President of Panchayat Samiti Sanchita Ghosh and others were present on the occasion. Coming to join the program, MLA Dulal Murmu assured the local TMC leaders and activists that he would always be by the side of the people in the development of the area as and when required. As a result, BJP did not have any more Gram Panchayats in Nayagram block. Trinamool Congress remained in power in 12 Gram Panchayats.