Beating to Death
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরের বড়বাজার এলাকাতে। মৃতের নাম দেবাশীষ শীল (৪৭)। জানা গিয়েছে, পাড়ার ট্যাপে জল আনতে গিয়ে দেবাশীষের সঙ্গে বচসা বাঁধে কয়েকজনের। বচসার পরই মারধর করা হয় বলে অভিযোগ মৃতের স্ত্রী বাসন্তী শীলের। বাসন্তী দেবী বলেন, তৃণমূলের লোকজন মারধোর করেছে আমার স্বামী বিজেপি করে বলে। পরে বাড়িতে ফিরে আমার স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এলাকায়। মৃতের স্ত্রী বলেন, মঙ্গলবার বিকেলের পর পাড়ার ট্যাপে জল আনতে গিয়েছিলাম।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে চোলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযানে আটক ৩৯ জন
তখন প্রতিবেশী মহিলা মমতা দে সহ একদল মহিলা আমাকে জল নিতে দেবে না বলে মারধোর করে। আমার স্বামী সেখানে হাজির হলে তাকেও মারামারি শুরু করে স্থানীয় তৃণমূলের লোকজন। আমার স্বামী বিজেপি কর্মী হওয়ায় এর আগেও পাশের তৃণমূলের লোকজন বিভিন্ন সময়ে অত্যাচার করত এবং হুমকি দিত। মঙ্গলবার রাতেই কোতওয়ালী থানাতে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। রাতেই আহত দেবাশীষ সীলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Beating to Death
আরও পড়ুন:- লক্ষ্মীদের হয়রানি কমাতে মেদিনীপুর গ্রামীণে “দুয়ারে সরকার” শিবিরে হাজির কন্যাশ্রীরা
রাতেই এলাকার পরিস্থিতি দেখে তদন্ত শুরু করেছে৷ তবে রাতে কাউকে আটক বা গ্রেফতার করা হয় নি বলে সূত্রের খবর। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, পাড়াতে প্রতিবেশীদের মধ্যে পানীয় জল সংগ্রহ করাকে কেন্দ্র করে গন্ডগোল থেকে ঘটেছে। কোনো ইস্যু নেই বলে বিজেপি তা নিয়ে রাজনীতি শুরু করেছে। মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। সেই সাথে কোনো সহযোগিতা লাগলে করবো।
আরও পড়ুন:- দিঘায় উল্টে গেল নামখানার ট্রলার, সাঁতরে বাঁচলেন ৬ মৎস্যজীবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Beating to Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. The ruling party has been accused of beating and killing of BJP worker. The incident took place on Tuesday night in Barabazar area of Medinipur town. The deceased is identify as Debashish Shil, 48. It is know that some people got into a quarrel with Debashish while fetching water from the tap in the neighborhood. Basanti Sheel, the wife of the deceased, alleged that she beaten after a quarrel. Basanti Devi said, “Trinamool people have beaten me because husband is a BJP worker.” Later back home my husband died. In the area of political tension centering on the incident. The wife of the deceased said she went to fetch water from the tap in the neighborhood on Tuesday afternoon.
Then a group of women, including Mamata Dey, a neighbor, beat me up for not letting me drink water. When my husband appeared there, the local TMC people started fighting him too. As my husband is a BJP activist, the TMC people around me used to torture and threaten me at different times. The family of the deceased lodged a complaint at Kotwali police station on Tuesday night. Debashish Seal was rescued at night and taken to Medinipur Medical College and Hospital where doctors declared him dead. Upon receiving the news, the police reached the spot.
Seeing the situation in the area at night, the investigation has started However, no one was arrested during the night, sources said. Trinamool district president Sujoy Hazra has dismissed politics with the incident. He said there was an uproar over the collection of drinking water among the neighbors in the neighborhood. Since there is no issue, BJP has started politics with it. The death toll is tragic. We extend our condolences to his family. I will do it if I need any cooperation.