Dilip Ghosh
পত্রিকা প্রতিনিধি: দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ তথা বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাঁতনের (Dantan) মনোহরপুর (Manoharpur) এলাকায়। বুধবার বিকেলে সাহানিয়া (Sahaniya) এলাকায় বিজেপির এক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। ওই এলাকাতে ঢোকার আগেই মনোহরপুর এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। গাড়ির সামনে বেশ কিছু যুবক বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাংসদ নির্বাচিত হওয়ার পরে এলাকায় দেখা পাওয়া যায় নি তাঁর। তাই কোনো কর্মসুচীতে যেতে দেওয়া হবেনা। কোনো দলের পতাকা ছাড়াই এই বিক্ষোভ চলতে থাকে আধঘন্টার বেশি সময় ধরে।
আরও পড়ুন ঃ– দীর্ঘ নীরবতা কাটিয়ে দিঘায় খুলে গেল বিজ্ঞান কেন্দ্র
আরও পড়ুন ঃ– দীনেনকে অব্যাহতি, নয়া প্রশাসকমন্ডলীতে চেয়ারম্যান সৌমেন,ভাইস-চেয়ারম্যান গোলক মাজী
বিক্ষোভের মাঝে শোনা গিয়েছে দিলীপ ঘোষ গো-ব্যাক স্লোগান, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জিন্দাবাদ স্লোগানও শুনতে পাওয়া যায় ৷ বিক্ষোভের জেরে কর্মসূচীতে না গিয়ে ফিরে যান তিনি। দিলীপ বাবুর অভিযোগ, ‘তৃণমূলের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। দলের কর্মীদের ওপরে হামলা চালানো হয়েছে। একজন সাংবাদিককেও মারা হয়েছে এবং তার মোবাইল ভেঙে দেওয়া হয়েছে।’ অভিযোগ অস্বীকার করে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান (Bikram Pradhan) বলেন, ‘যারা এই কান্ড করেছেন তারা বিজেপিরই লোক। দলের কোন্দলের কারনে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।’
আরও পড়ুন ঃ– নদী থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মা, ঝাড়গ্রামের জামবনির ঘটনায় চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip Ghosh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore