Burning
আরও পড়ুন ঃ– ৩৩ পেরিয়ে বিপ্লবী সব্যসাচীর ৩৪-এ পদার্পণ, প্রকাশিত হল শারদীয় সংখ্যা
পত্রিকা প্রতিনিধি: প্রবল বর্ষণে প্রত্যেকবারের মতো এবারেও ভাসছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল(Ghatal) ও দাসপুরের (Daspur)বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে শিলাবতী নদী (Silabati River)। স্বাভাবিকের থেকে উপরে বইছে জলের স্তর।ইতিমধ্যে জলের তলায় ডুবে গিয়েছে ঘাটাল ও দাসপুরের শ্মশানঘাটগুলিও।কিন্তু তা বলে তো আর দাহ কাজ বন্ধ রাখা যায় না। এমন পরিস্থিতিতে ঘাট সংলগ্ন রাস্তায় চলছে শবদাহের কাজ। বৃষ্টির জলে ভিজে গিয়েছে দাহকাজে ব্যাবহৃত বেশিরভাগ কাঠ। বহুকাঠ ভেসে গিয়েছে শিলাবতীর জলে।গত বুধবার দাসপুর (Daspur)থেকে নাড়াজোল(Narajole) যাওয়ার রাস্তায় রাজনগরে (Rajnagar)ঠিক এমন চিত্রটিই উঠে এল।
আরও পড়ুন ঃ– অধিকারী বাড়িতে ইটবৃষ্টির অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দিব্যেন্দুর
শ্মশান ঘাটের ডোম সম্প্রদায়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিপ্লবী সব্যসাচী(Biplabi Sabyasachi) পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, “আমরা নিরুপায়। প্রশাসনের গাফিলতির জন্যই আজ এই দিন দেখতে হচ্ছে। “উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরে ঝুমি (Jhumi River)ও শিলাবতীর জলে প্রতিবার ঘাটালের বিভিন্ন ওয়ার্ড ক্ষতিগ্রস্থ হয়। গত শনিবার রাতে মহকুমাশাসকের অফিসের দেওয়াল ভেঙে গিয়ে বন্যার জল ঢুকতে শুরু করে।ঘাটালের অধিকাংশ ব্লক ও পুরসভার এলাকাগুলিও জলমগ্ন। যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছোটো নৌকা বা ডিঙি। গত বুধবার ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তৃণমূল সাংসদ দেব (Dev)। Ghatal Master Plan এখনও কার্যকর হয়ে উঠেনি। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকেই দোষারোপ করেন। অপরদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন ঘাটালের বিজেপি(Bjp)নেতৃত্বরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Burning
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore