Oil Rate
আরও পড়ুন ঃ–দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত মহিষাদলের সাঁতার কোচ তপন পাণিগ্রাহী
পত্রিকা প্রতিনিধিঃ পেট্রোপণ্য, ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভয়াবহ মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলায় ব্লকে ব্লকে বিক্ষোভ দেখালো এসইউসিআই। সেই মতো মঙ্গলবার মেদিনীপুর(Medinipur) শহরে জেলা শাসক দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায়। দলের জেলা কার্যালয় কর্ণেলগোলা থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে। জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী। তিনি প্রতিকী গ্যাস সিলিন্ডার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi) কুশপুত্তলিকাতে অগ্নিসংযোগ করেন।
জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, “জনগণের ভোটে জিতে ক্ষমতাসীন কেন্দ্র- রাজ্য সরকার জনগণের বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক যুদ্ধ জারি করেছে। করোনা অতিমারিতে এই সকল সরকারগুলোর জনগণকে সর্বদিক থেকে বিপর্যস্ত করে চলছে। পেট্রোপণ্যে তা একেবারে বেআব্রু। এক লিটার পেট্রোলে কেন্দ্রীয় বিজেপি সরকার প্রায় ৩৩ টাকা ট্যাক্স নিচ্ছে ! রাজ্যের তৃণমূল(Tmc) সরকারও পিছিয়ে নেই ! রাজ্য সরকার ট্যাক্স ও ভ্যাট মিলিয়ে প্রায় ২৪ টাকা নিচ্ছে ! এর সঙ্গে ডিলারের কমিশন লিটারে ৪ টাকা। সব মিলিয়ে আমজনতাকে ৬১ টাকা ট্যাক্স দিতে হচ্ছে লিটারে ! একি সভ্য সরকার ? নাকি ডাকাতির প্রতিযোগিতা ? যে ট্যাক্স বাদ দিলে পেট্রোলের ন্যায্য মূল্য দাঁড়ায় ৩৯ টাকা। ডিজেলের ক্ষেত্রে ও তাই। রান্নার গ্যাসের দাম আজ ১০০০ টাকা হতে যাচ্ছে ! গৃহস্থের নাভিশ্বাস। ভোজ্য তেলের দামও ডবল সেঞ্চুরির দোরগোড়ায়! লুটছে আম্বানি, আদানীরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি।”
১ থেকে ৭ ই জুলাই দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন চলছে এসইউসিআই দলের পক্ষ থেকে। গত কয়েকদিন ধরে গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় প্রতিবাদ কর্মসূচি ও প্রচার অভিযান চালিয়ে আজ রাজ্যের জেলায় জেলায় প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ, মিছিল হয়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিক্ষোভে পুড়ছে গ্যাসের ড্যামি সিলিন্ডার, মোদীর কুশপুত্তলিকা। জেলার সবং বাজারে মিছিল পরিক্রমা করে ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পোড়ানো হয় প্রধানমন্ত্রী(Prime Minister)নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা। অগ্নিসংযোগ করেন জেলা কমিটির সদস্য দীনেশ মেইকাপ। অপরদিকে বেলদার (Belda)কেশিয়াড়ি মোড় থেকে মিছিল শুরু করে নারায়ণগড় ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখায়। বাসস্ট্যাণ্ডের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা ও প্রতিকৃতি পোড়ানো হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার জানা, সূর্য প্রধান, জেলা কমিটির সদস্য প্রদীপ দাস, পূর্ণ বেরা প্রমুখ। এছাড়াও খড়্গপুর , নারায়ণগড়, হরিপুর প্রভৃতি স্থানে একই কর্মসূচি নেয় এসইউসিআই।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Oil Rate
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore