Meeting
আরও পড়ুন ঃ–মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের মাতৃমা ভবনে তোলা আদায়ের অভিযোগে বিক্ষোভ
শুভম সিংঃ বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও একাধিক সাংসদ (Mp)) প্রকল্পের উদ্বোধন করতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় (Egra) এসে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দোপাধ্যায়’কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি’র (BjP) রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ(MP) দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন ” মমতা বন্দোপাধ্যায়’কে (Mamata Banerjee) পাগলের সঙ্গে তুলনা করে ” তিনি বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ধোকা দিয়েছেন উনি, পাশাপাশি তাঁর বাবা মাকেও ধোকা দিয়েছেন।নির্বাচনের (Election) আগে উনি বলেছিলেন, প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা করে দেওয়া হবে। একবার দিয়ে ভোট নিয়েছেন, এখন বলছেন পয়সা নেই। তাছাড়া জঙ্গলমহলের আদিবাসীদের বলেছিলেন ১০০০ টাকা করে ভাতা দেয়া হবে, একবার দিয়ে ভোট নিয়ে নিয়েছেন, এখন বলছেন টাকা নেই। তাই ” মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee) ‘কে পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করে না”।
তিনি আরও বলেন, এরাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। তাতে যুক্ত হয়েছেন শাসকদলের নেতারা। স্বাস্থ্য বিভাগ কোথায় এসে পৌঁছেছে সেটাই এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুনলাম একজন সাংসদ (Mp) ও গিয়ে ভ্যাকসিনের (Vaccine) নাম করে হামের টিকা নিয়ে আসছেন। তার সর্তক থাকা উচিত ছিল। জেনে ছড়িয়েছেন কি না তা জানি না। তবে তাঁর সর্তক থাকা উচিত ছিল। তাছাড়া সরকারের কোথাও কোন কন্ট্রোল নেই, এবার নির্বাচনে (Election) জয়লাভের পর লুঠ শুরু হয়ে গিয়েছে এরাজ্যে। তাছাড়া কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কত ভ্যাকসিন (Vaccine) এসেছে, তার মধ্যে কত ভ্যাকসিন মানুষদের দেওয়া হয়েছে, কত নষ্ট হয়েছে তার একটা হিসেব প্রকাশ হওয়া দরকার, তাহলে এটা পরিস্কার হয়ে যাবে। তাছাড়া কোথায় বেআইনভাবে এই সমস্ত কাজ চলছে তা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তাছাড়া তিনি আরও বলেন, সারা রাজ্য তৃণমূল (Trinamool) পার্টির কোনো কন্ট্রোল নেই। পার্টি জেতেনি করেনি, পি কে (P k) এসে জিতিয়েছে। তাই এখন খাওয়া খাই শুরু হয়েছে, ইতিমধ্যে অনেক অনাস্থা এনেছেন। যে পার্টির মধ্যে কোন নিয়ম নেই, স্বাভাবিক ভাবেই সেই পার্টিতেই মহৎসোব চলছে। তাছাড়া বিজেপি(Bjp) বিধায়কদের বাধা দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই বিজেপি যানে কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হয়। বিজেপি(Bjp) একা লড়াই করেছে একা লড়াই করবে। তাছাড়া মুকুল রায়’কে (Mukul Roy) তৃণমূল (Tmc) দলে যোগদান করিয়েছে। উনি মুখ্যমন্ত্রীর(Chief Minister) সামনে যোগদান করেছেন, তারপর এধরণের বিভ্রান্তি কর কথাবার্তা বলা মানে উনার মনের মধ্যে একটা চোর আছে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন, উনি অভ্যাসটা পালটান। মানুষ দেখেছে তিনি মুকুল রায়’কে তার পার্টিতে যোগদান করিয়েছেন। তাছাড়া উনি ডায়লগ ছাড়া সাধারণ মানুষদের কিছুই দিচ্ছেন না ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Meeting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore