Big news
আরও পড়ুন ঃ-রাজ্যের দুই মন্ত্রী সহ ৪ জনকে সিবিআই গ্রেপ্তারের প্রতিবাদে পিংলায় বিক্ষোভ
পত্রিকা প্রতিনিধিঃ ভোট মিটতেই এবার এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কোতোয়ালী থানায় এই এফআইআর দায়ের করেছেন তিনি।
এফআইআরে দিলীপের অভিযোগ, নির্বাচনের আগে মমতা বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বকে বার বার ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছেন। এই বক্তব্যের ফলে ভিন্ন রাজ্যে বসবাসকারী ও কাজের সুত্রে যাওয়া বাঙালিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের সুরক্ষার সংশয় দেখা দিয়েছে। এই দায় মমতার বলেই অভিযোগ দিলীপের। তবে তার আরও অভিযোগ, ভোটের আগে মমতার একাধিক ‘উস্কানিমূলক’ মন্তব্যের ফলে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। তাছাড়া তার দায় মমতাকে নিতে হবে বলে দাবি করেছেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে বার বার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কথা শুনে তৃণমূল কর্মীরা অনেক জায়গায় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
পাশাপাশি বিজেপি কর্মীদের খুন, বাড়ি জ্বালিয়ে দেওয়া ও ধর্ষণের মতো একাধিক ঘটনা ঘটেছে। অথচ রাজ্য পুলিশ নীরব দর্শক হয়ে থেকেছে। এই সব ঘটনাকে ‘সাজানো’ আখ্যা দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন মমতা। এর ফলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। আর এই সব কারণে এফআইআর দায়ের করে মমতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পাশাপাশি সেই অভিযোগপত্র রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে পাঠানো হয়েছে। এমনকী, জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনেও এই অভিযোগপত্র পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Big news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore