পত্রিকা প্রতিনিধিঃ দ্রুত গতির লরির ধাক্কায় গুরুতর আহত হলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার সবং তেমাথানি এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, এদিন মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি তেমাথানি এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে ঘোরাঘুরি করতেন।
এরপর গতকাল রাতে আচমকাই ওই ব্যক্তির বাম পায়ের উপর দিয়ে মাছ বোঝাই লরি চলে যাওয়ায় একটি পা পিষে যায়। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সারা রাত্রি রাস্তার মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা ও সবং থানার পুলিশের সহযোগিতায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এরপর তার পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই ব্যক্তির সুস্থ রয়েছে বলে জানা যায়।