Political violence
আরও পড়ুন ঃ-ঝড়ের বেগে পূর্ব-পশ্চিম মেদিনীপুরে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯১ , সুস্থ ৬৬৮ জন
পত্রিকা প্রতিনিধিঃ একুশের টক্করে টক্করে লড়াইয়ের পর বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। ২ রা মে ফল ঘোষণা হওয়ার পরই ওই দিন সন্ধ্যার পর থেকে সোমবার সারাদিন পূর্ব মেদিনীপুর জুড়ে চলে ভোট হিংসার সন্ত্রাস।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শত শত ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি বিজেপির কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁথি, ভগবানপুর, খেজুরি, পটাশপুর, চন্ডীপুর, পাঁশকুড়া, এগরা, নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, বিজেপির লাঠি ইট ছোরার আঘাতে আক্রান্ত তৃণমূল পাল্টা আক্রান্ত বিজেপি। ভগবানপুর বিধানসভা অন্তর্গত ভগবানপুর থানার ইলাশপুর সহ বাড়বাসুদেবপুরে তৃণমূলী সন্ত্রাসের স্বীকার বিজেপি। পাল্টা মারে গুরুতর আহত তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল রাত থেকে হামলা শুরু করে বিজেপি, ভগবানপুর থানার ইলাশপুর বাজারে থাকা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি আজ বিজেপির ঘরবাড়ি ভাঙ্গচুরের খবর পাওয়া যায়। এমনকি বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি একটি মোটর বাইক ভেঙে ফেলা হয়। তৃণমূলের জয়ের পর এমন সন্ত্রাসের ফলে আতঙ্কিত এলাকাবাসী। পাল্টা আক্রমণ শানায় বিজেপি। বিজেপির লাঠি ইট ছোরার আঘাতে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা।
প্রসঙ্গতঃ ফল ঘোষনার পর তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাস করছিল, সেই সময় বিজেপির কিছু দুষ্কৃতী আচমকাই চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ, পাল্টা অভিযোগ বিজেপির, তৃণমূল প্রথমে বিজেপির ঘরে ঘরে গিয়ে হামলা চালায়, তাঁরপরই বিজেপি পাল্টা মার দেয়।
তবে দুই দলের সংঘর্ষে আহত দুই দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। দুই দলের আহতদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদেরই মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অন্যদিকে বিজেপির দুই মহিলাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। একপ্রকার উত্তপ্ত ভগবানপুর। কাঁথির আউরাই অঞ্চলের বাসুদেববেড়িয়ায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পাইনালা বুথে বিজেপি কর্মীর দুর্গাপদ দলাই এর বাড়ি ভাঙচুর করা হয়। অপরদিকে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভগবানপুর ২ ব্লকের অর্জুননগরের ১৯৮ নং বুথে গতকাল থেকে সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল থেকে বোমাবাজি করে তৃণমূল ,সেই অবস্থায় এলাকা থেকে মজুত করে রাখা বোম উদ্ধার করে দুইজন দুষ্কৃতীকে আটক করে পুলিশ । পাশাপাশি কাঁথি ২ উত্তর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক পলাশ দাসের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত হার্মাদদের বিরুদ্ধে। এমন সন্ত্রাসের কারনে আতঙ্কিত সাধারণ মানুষ, যে কারনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কার্যকর্তারা রাজ্যপালের দারস্থ হতে বাধ্য হয়।
এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের কথা বলে মানুষের ভোটে জয় যুক্ত হয়েছেন।তিনি বলেছেন ,কোনভাবে কোনো এলাকায় অশান্তি করা যাবে না। তাছাড়া বেশ কিছু এলাকায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে দলীয় কর্মীদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা জানানো হয়েছে। তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নজরদারি চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Political violence
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore