Wildlife hunting
আরও পড়ুন ঃ–লাফিয়ে বাড়ছে সংক্রমণ, দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে একদিনেই করোনা আক্রান্ত ২৬০
পত্রিকা প্রতিনিধিঃ বনাঞ্চল ও বন্যপ্রাণীকে রক্ষা সহ বন্যপ্রাণী শিকার আটকাতে একাধিক সচেতনতা অবলম্বন করেছে বনবিভাগের আধিকারিকেরা। সেই মতো সোমবার শিকার উৎসব উপলক্ষে শালবনীর আড়াবাড়ি বনবিভাগের একাধিক জায়গায় শিকারে যোগ দিতে গিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
আর সেই ঘটনার খবর পেয়ে বনবিভাগের আধিকারিক সহ পুলিশ প্রশাসনের নাকা চেকিং ও সচেতনতার মধ্যে দিয়ে সোমবার শিকার উৎসব আটকাতে সফল হয়েছে বনবিভাগের আধিকারিকরা এমনটাই জানালেন বন বিভাগের আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জার মলয় কুমার ঘোষ। এদিন তিনি বলেন, প্রতি বছর এই জঙ্গলে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ হাজারের ও বেশি আদিবাসী মানুষ জঙ্গলের ভিতরে গিয়ে শিকার উৎসব পালন করতেন।কিন্তু ওই জঙ্গলে ঢোকার প্রতিটি রাস্তায় পুলিশের সহযোগিতায় সোমবার নাকা চেকিং করা হয়।কিন্তু এবার মাত্র ৫০০ জনের মতো আদিবাসী মানুষ শিকারের জন্য এসে ছিলেন।তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Wildlife hunting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore