পত্রিকা প্রতিনিধিঃ চৈত্র শেষের সোনালি আলোয় বেজে উঠেছে গাজনের ঢাক, ঢোল, কাঁসর। গাজন বা চড়ক বাংলা বছরের শেষ উৎসব। জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলীন্য ভেঙে যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। শুধু শিবকে কেন্দ্র করে নয়, গাজন উৎসব পালিত হয় ধর্মরাজকে কেন্দ্র করেও। তাই মহাদেব মন্দিরে জল ঢালার জন্য গঙ্গা থেকে জল নিয়ে ফেরার পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেবাঞ্জন ভূঞ্যা (২২) নামের এক পুণ্যার্থীর, আহত আরও ২ জন। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়ার ঠাকুরনগর এলাকায়।
জানা গিয়েছে, চৈত্র মাস হতেই সর্বত্র মহাদেবের গাজন পর্বের অনুষ্ঠান চলছে। সেই মতো রামনগর থানার বেতেশ্বর মহাদেব মন্দিরে জল ঢালার জন্য গতকাল হাওড়া জেলার গঙ্গায় জল আনতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কয়েকজন ভক্ত সহ স্থানীয় কয়েকজন পুণ্যার্থী। তবে গঙ্গা থেকে জল নিয়ে ফেরার পথে হঠাৎই আজ ভোর সকালে হেঁড়িয়ার ঠাকুরনগরের কাছে ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে ৩ জন পুণ্যার্থীকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বাইক। আর এই ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু ১ জন পুণ্যার্থীর। তবে বাকি ২ জন আহত পর তাদের সঙ্গী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পাশাপাশি ঘাতক গাড়িটির তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানা যাচ্ছে। তবে ১জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পর জাঁকজমক ভাবে মন্দিরের গাজনের অনুষ্ঠান হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।