Ashok Dinda
আরও পড়ুন ঃ–প্রার্থীর লড়াই, সরগরম রাজ্য রাজনীতি
পত্রিকা প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় নির্বাচনের শেষ পর্যায়ের প্রচার কর্মসূচি শেষ করে ফেরার পথেই আক্রান্ত হলেন ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্ডা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী অশোক দিন্ডার সমর্থনে প্রচারে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। আর তারপর প্রচার কর্মসূচি শেষ করে অশোক দিন্ডাবাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তাকে ফাঁকে পেয়ে ময়নার বাজারে কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই তার রাস্তা ঘেরাও করে। তারপর তার গাড়ি লক্ষ্য করে শুরু হয় ঈট বৃষ্টি। হঠাৎ করে একটি ইটের টুকরো গাড়ির পেছনে লাগে এবং অশোক দিন্ডা ও তার সহকারীরা আক্রান্ত হয়। এরপর তিনি যন্ত্রণায় কাঁদতে শুরু করেন।এরপর প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। আর এই ঘটনার পর ময়না থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পাশাপাশি ময়নায় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আর ঘটনার পর বিজেপি প্রার্থী অশোক দিন্ডা বলেন-” এদিন বিকেল ৪ টে নাগাদআমরা প্রচার কর্মসূচি শেষ করে ফিরছিলাম। ঠিক সেই সময় বেশকিছু ব্যক্তি ময়নার বাজারে হঠাৎ করেই রাস্তায় ঘেরাও করে। এরপর তার গাড়ি লক্ষ্য করে শুরু হয় ঈট বৃষ্টি। তবে গাড়ির পেছন থেকে একটা ইটের টুকরো এসে তার ঘাড়ে লাগে।’খুব যন্ত্রণা হচ্ছে। পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। আর তাতে তার ভাইয়ের হাত কেটে গিয়েছে এবং দলীয় নেতারা আহত হয়।
তবে শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছি না৷ কোনওমতে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷ তিনি আরও বলেন, এটাই তো এদের পরিচয়, এরা টিএমসি তাই এরা মারতে পারে আমরা তো মানুষ, আমরা তো হিংস্র নয়। এবারে মানুষ বুঝবে যে মানুষ কি করবে।” তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ashok Dinda
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore