আরও পড়ুন ঃ–নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দু’র নাম বাতিলের দাবি জানাল তৃণমূল
পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিক্রম প্রধানের নির্বাচনী প্রচারে এসে বিজেপি-কে নিশানা করলেন ঘাটালের তৃণমূলের সাংসদ অভিনেতা দেব ও প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায়। বুধবার প্রার্থী বিক্রম প্রধান’কে সাথে নিয়ে হুড খোলা জিপে চড়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাধারণ মানুষেরকে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর দাঁতন ২ ব্লকের তুরকাতে নির্বাচনী প্রচারে এসে অভিনেতা-সাংসদ দেব বলেন, ”এ বারের ভোটে উন্নয়নের খেলা হবে।
মানুষের বেঁচে থাকার খেলা হবে। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাঁদের খেলা শেষ হবে। যাঁরা হিন্দু-মুসলিমদের মধ্যে দেওয়াল তৈরি করছেন, তাঁদের খেলা শেষ হবে। মানুষ ভালো থাকবে, সুখে থাকবে। মেয়েরা সুরক্ষিত থাকবেন। তার খেলা শুরু হবে।” তিনি আরও বলেন ”অনেকে বলছেন, সোনার বাংলা গড়বেন। আমি কারও নাম বলব না। আমিও চাই সোনার বাংলা হোক। প্রত্যেকের লাভ হবে। যারা এখন এ সব কথা বলছে, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে তারাই বলেছিল, ‘দেশটাকে সোনার চিড়িয়া করে দেব’। সাত বছর দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। তারাই এখন বলছে, সোনার বাংলা গড়বে!”
পাশাপাশি চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধাড়ার সমর্থনেও প্রচার করেন দেব। এদিন চন্দ্রকোনার সভায় দেব বলেন, ”১০ বছরে দিদি যা কাজ করেছেন, তা ৭০ বছরে কেউ করতে পারেনি।” দেবের কথায়, ”লকডাউন যখন ঘোষণা হল, তখন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রকে টিভিতেই দেখেছি। একমাত্র ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী যিনি রাস্তায় বেরিয়েছিলেন। তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কলকাতায় বসে নয় জেলায় জেলায় ঘুরেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষ খাবার পাচ্ছেন কি না, কাজ হারিয়েছেন কি না, সব কিছুই রাস্তায় ঘুরে দেখেছেন।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore