আরও পড়ুন ঃ–চণ্ডিপুরে ছিঁড়ল তৃণমূল প্রার্থী সোহমের পোস্টার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের আগেই ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর আভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘাটেছে ময়না বিধানসভার নৈছনপুর২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এই জেলায় দু’দফায় এবারের নির্বাচন, ১লা এপ্রিল ময়না বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে ময়না বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অশোক দিন্দা। সেই মতো গতকাল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।আর সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী অশোক দিন্দা সহ অন্যান্য দলীয় কর্মীরা। তবে এই কর্মী সম্মেলনের পর ওই এলাকার একাধিক দলীয় কর্মীদের বাড়িতে হামলার চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে এই ঘটনায় বেশকয়েক জন গুরুতর আহত হয়। এরপর প্রার্থী অশোক দিন্দা ও চন্দন মন্ডল সহ অন্যান্য দলীয় কর্মীরা ময়না থানায় অভিযোগ দায়ের কারেন।
বিজেপির এক কর্মী বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তারা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। রাতে অন্ধকারে বিজেপি কর্মী ও বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করছে। এমনকি বিজেপি কর্মীদের মিথ্যা মামলার ফাঁসাচ্ছে। এই নির্বাচনে সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। আদি ও নব্য বিজেপির লড়াই শুরু হয়েছে । আর নব্য বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। এই ঘটনায় সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়।