প্রত্রিকা প্রতিনিধিঃ “সারা বছর যে পড়াশুনা করে পরীক্ষার সময় তাকে চিন্তা করতে হয়না”,নির্বাচনের দিন ঘোষণার পর পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে শ্রীমন নীতানন্দ প্রভুর স্মরন উৎসবে এসে শনিবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
তিনি বলেন, এটা আমার আস্থার জায়গা সনাতনী ধর্মের জায়গা। ভগবান তাঁর সঙ্গে আছে এই বিশ্বাস করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরাজ্যে ৮ দফায় ভোট করতে চলেছে। সেই নিয়ে অবশ্য সুর জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গ নিয়েও কার্যত মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন তিনি।
এইদিন তিনি বলেন রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে তাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি নন্দীগ্রামে সিপিআইএম কোনো প্রার্থী না দিয়ে প্রার্থী হতে চলেছে আব্বাস সিদ্দিক কুল্লা সেই প্রসঙ্গ নিয়েও তিনি বলেন ,আমি এই নিয়ে কোন মন্তব্য করব না যদিও তাদের এত ভয় কেন !