Fire in the forests
আরও পড়ুন ঃ-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তৈরী হল মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স ও ক্রিকেট পিচ, উদ্বোধন করলেন উপাচার্য
পত্রিকা প্রতিনিধি : শীতকালে জঙ্গলে শুকনো পাতা ঝরে গিয়েছে আর তাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছেন । এতে ব্যাপকভাবে জঙ্গলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে । বনদফতর এবং পরিবেশকর্মীদের বারংবার নিষেধ সত্ত্বেও কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছেন । বুধবার মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি গুড়গুড়ি পালের জঙ্গলের শুকনো পাতায় আগুন ধরিয়ে দেওয়ার চিত্র দেখা গিয়েছে। জঙ্গলে শুকনো পাতার আগুন ধরিয়ে দেওয়ার অনেক কারণ রয়েছে ।
গ্রামের অনেকেই জঙ্গল যান কাঠ পাতা সংগ্রহ করতে । শুকনো পাতার ফাঁকে সাপ বা বিষাক্ত পোকামাকড় যাতে না থাকে ,সেজন্য জঙ্গল সংলগ্ন গ্রামের কেউ কেউ শুকনো পাতায় আগুন ধরিয়ে দিচ্ছেন। কেউ আবার জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহ করতে আগে পাতাগুলি পুড়িয়ে দিয়ে কাঠ গুলো সংগ্রহ করে । অনেকেই আবার নিছকই রোমাঞ্চ পেতে পাতায় আগুন ধরিয়ে দিচ্ছেন । গোটা জঙ্গলের ভেতরেই শুকনো পাতায় ভর্তি থাকে ।
একবার এক জায়গা থেকে আগুন লাগলে তার বিস্তার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় । বিড়ি, সিগারেটের আগুন থেকেও জঙ্গলে শুকনো পাতায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। পরিবেশবিদদের মতে, জঙ্গল শুকনো পাতায় আগুন ধরলে প্রচুর পরিমাণে পোকামাকড় মারা যায়। এতে জঙ্গলের স্বাভাবিক বাস্তুতন্ত্রের ওপর আঘাত আসে ।এ ঘটনায় ক্ষুব্ধ বড়কর্তারা বনদপ্তরের পক্ষ থেকে পোস্টারিং মাইকিং করে জঙ্গলে আগুন না লাগানোর উপর প্রচার করা হচ্ছে। কিন্তু জঙ্গলে আগুণ লাগানোর প্রবনতা থামছেই না। ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fire in the forests
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore