পত্রিকা প্রতিনিধি: কালিপুজোর আগে অভিযান পুলিশের।বাজেয়াপ্ত বেশ কয়েক বস্তা শব্দবাজি ও বাজি তৈরির মশলা।শনিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে বেলদা থানার গুড়দলা সহ বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় সতের বস্তা নিষিদ্ধ শব্দবাজি আটক করে পুলিশ।পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় শব্দবাজি তৈরির মশলা এবং কয়েক বস্তা বারুদ ও।পুলিশ সুত্রে খবর,এদিন তল্লাশি তে ১০ কেজি চারকোল,৫ কেজি বারুদ সহ তুবড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। Belda Police, Belda Police, Biplabi sabyasachi news, medinipur news, kalipujo, dipabali, diwali
বেলদায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী
জানা গিয়েছে বেলদা থানার গুড়দলা সহ পার্শবর্তী এলাকায় বাজি তৈরির কারখানা ছিল।পুজোর আগে বেশ কয়েকটি জায়গায় নিষিদ্ধ ভাবে শব্দবাজি তৈরী করা হত।গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় বেলদা থানার পুলিশ ।যদিও কোন প্রস্তুতকারককে ও শব্দবাজি কারবারীদের আটক করতে পারেনি পুলিশ।পরবর্তীতে আরও অভিযান চলবে বলে পুলিশ সুত্রে খবর ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi