পত্রিকা প্রতিনিধি: পুজোর মধ্যেই বেলদাতে লাগানো হয়েছিল বিশাল ওভারহেড গেট।কিন্তু লাগানোর পরের দিন ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দুর ছবি লাগানো হোডিং।ক্ষুব্ধ শুভেন্দু অনুরাগীরা।ইতিমধ্যে দল থেকে কিছুটা পিছনে রয়েছেন শুভেন্দু অধিকারী।ফের শুভেন্দু অধিকারী কে অন্যদিক থেকে প্রকাশ্যে আনছে ‘দাদার অনুগামী’ রা। Suvendu adhiakry picture teared, Suvendu adhiakry picture teared, TMC, mamata banerjee
আরো পড়ুন- বিজেপি কর্মীকে খুন, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে
নারায়ণগড় ব্লকের বেলদা তে তাই মুখ্যমন্ত্রীর ছবি এবং শুভেন্দুর ছবি দিয়ে ওভারহেড গেট তৈরি করা হয়েছিল পুজার শুরুতে।কিন্তু লাগানোর পরের দিনই তা ছিঁড়ে ফেলা হয়।তৃণমূল ছাত্র পরিষদের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্র নেতা বলেন-” ফ্লেক্স টিকে রাতের অন্ধকারে কিছু মদ্যপ ব্যাক্তি ছিঁড়ে দিয়েছে।চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে।পরের দিন আমরা তা নতুন করে লাগিয়ে দিতে পারতাম কিন্তু লোক দেখুক তাদের নোংরামো গুলো তাই সেরকমই আছে।”
বিজেপির অভিযোগ এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেন-” শুভেন্দু-অভিষেকের লড়াই শুরুর ট্রায়াল এটি।যেহেতু শুভেন্দুর ছবি লাগানো ছিল তাই অভিষেকের সমর্থক ছিঁড়ে দিয়েছে।এখানে বিজেপি তৃণমূল কোন ব্যাপার নেই।”অর্থাৎ ভোটের আগেই কি শুভেন্দু-অভিষেক বিবাদ চরমে?রাজনৈতিক মহলে চড়ছে পারদ।যদিও এই ব্যানার ছিঁড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামতে চলেছে শুভেন্দু অনুরাগী বলে খবর।পাশাপাশিষারা বেলদা শুভেন্দুর ছবিতে ছয়লাপেরও প্রচ্ছন্ন হুমকি শোনা গেছে শুভেন্দু অনুরাগীর অভ্যন্তরে বলে খবর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi