পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে আচমকাই আগুন লাগল শনিবার।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মৎস্য বন্দরে থাকা দুটি মাছের ট্রলার থেকে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে দেখেন মৎস্যজীবীরা।এই ঘটনার পর দুটি মাছ ধরার ট্রলার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে।
পাশাপাশি আগুনে আরো একটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মৎস্যজীবীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়।তবে নদীতে এই সময় ভাটা থাকায় জল পেতে অসুবিধা হয় মৎস্যজীবীদের।পাশাপাশি বরফকল ও নলকূপ থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে মৎস্যজীবীরা।
এই ঘটনার খবর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি,এগরা ও দীঘা দমকল বাহিনী। তবে দমকল বাহিনী আসার আগেই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে পড়ে দুটি মাছের ট্রলার। তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে জ্বলতে থাকা তৃতীয় ট্রলারটিকে আগুন নেভাতে সক্ষম হয়।তবে কিভাবে মৎস্যবন্দরের ট্রলার গুলিতে আগুন লাগলো বা কোনো মৎস্যজীবী আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
তবে ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে মৎস্য বন্দরে ছুটে আসেন মৎস্যজীবী নেতা শ্যামল জানা , তৃণমূল নেত্রী বসুমতী বর এবং কোষ্টাল থানার পুলিশ আধিকারিকরা দ্রুত ব্যাবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।