পত্রিকা প্রতিনিধি : লকডাউন এর দিনে বিধি না মানায় গোটা জেলায় ২৫৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরমধ্যে ১৫৩ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে । গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই রয়েছে খড়্গপুরে । মেদিনীপুর শহরে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন । বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে উৎসবে মেতে ছিলেন গোটা দেশের মানুষজন । শহরের বিভিন্ন জায়গায় রাম , বজরংবলীর পুজোর আয়োজন করা হয়েছিল । শহরের নম্বর ওয়ার্ডের কর্নেলগলা এলাকায় বিজেপি পার্টি অফিসের পাশে রামের পূজার আয়োজন করা হয় ।পুজো কবে শুরু হয়েছিল সেই সময় পুলিশ বাহিনীকে আইনের বিষয় উল্লেখ করে জমায়েত হঠিয়ে দেওয়ার চেষ্টা করেন । উদ্যোক্তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । উদ্যোক্তাদের মধ্যে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শংকর গুছাইত সহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে ।বিকেলেই শংকর সহ তার সঙ্গীদের জামিনে মুক্তি দেওয়া হয় ।এদিনে খড়গপুর , দাসপুর, চন্দ্রকোনা, গড়বেতা এলাকা থেকেও অনেককে গ্রেফতার করা হয় ।শুধু খরগোপুর এই বিভিন্ন জায়গা থেকে এদিন লকডাউন অমান্য করে পুজো দিতে বেরোলে প্রায় ৮০ জনকে গ্রেফতার করে পুলিশ ।
লকডাউন অমান্য ও রামের ভুমি পুজো -যজ্ঞকে কেন্দ্র করে জেলায় গ্রেফতার ২৫৮জন, জামিন ১৫৩ জনের
- Advertisement -