পত্রিকা প্রতিনিধি : প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কর্মীর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট! গোটা ঘটনায় অস্বস্তিতে তৃণমূল শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ব্লক যুব নেতা ও ব্লক কমিটির মেম্বার তথা (জেলা কমিটির সদস্য) উমাশংকর চৌধুরী মঙ্গলবার বিকেলে তার ফেসবুক প্রোফাইলে জাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ পরামানিক ও অঞ্চল সভাপতি মুজিবুর রহমান সহ একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে পোস্ট করলেন।
উমাশঙ্কর চৌধুরীর অভিযোগ “জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতি আমফান থেকে শুরু পত্রিকা করে পরিযায়ী শ্রমিকদের সরকারি সুবিধা সহ সব কিছুতেই দুর্নীতি করছে, এর ফলে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আগামী শুক্রবার ওই সমস্ত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। তিনি আরো বলেন এই বিষয়ে ব্লক সভাপতি বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতিকে জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েত প্রধান স্বদেশ প্ররামানিক বলেন” সমস্ত অভিযোগ ভিত্তিহীন, এই ধরনের কোন ঘটনাই ঘটেনি, পুরো বিষয়টি আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো।
চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজয় পত্র বলেন” উভয়পক্ষকে জরুরী ভিত্তিতে ডাক দেওয়া হয়েছে, দল বিরোধী কাজকর্ম কোনমতেই দল মেনে নেবে না।