পত্রিকা প্রতিনিধি: করোনা পিছু ছাড়ছে না কেশিয়াড়ি ও বেলদার।কেশিয়াড়ির বিডিও অফিসে ফের করোনার থাবা।আক্রান্ত খোদ বিডিওর পরিবারে।করোনায় আক্রান্ত বিডিওর স্ত্রী,শ্বশুর ও শাশুড়ি।সুত্রের খবর করোনা জয় করে ফেরার পর কেশিয়াড়ির বিডিও সৌগত রায়ের স্ত্রী,শ্বশুর ও শাশুড়ির নমুনা সংগ্রহ হয় বেলদা গ্রামিন হাসপাতালে।গত ৩০ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে।করোনা আক্রান্ত হওয়ার পরই কেশিয়াড়ি ব্লক অফিসে কোয়ার্টারে আসে বিডিওর পরিবারের লোকজন।পরে নমুনা সংগ্রহ হলে শনিবার পজিটিভ আসে।
অপরদিকে বেলদায় করোনা আক্রান্ত এক যুবক।বেলদা থানা এলাকার দেউলি তে ফের আক্রান্তের খোঁজ।দিন কয়েক ধরে পরিবারের বাকিদের জ্বর হলে,করোনা উপসর্গ দেখা যায় ওই যুবকের।বেলদা গ্রামীণ হাসপাতালে একইদিনে নমুনা সংগ্রহ হয়।সংগ্রহের একদিন পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে।যদিও ওই যুবকের আংশিক উপসর্গ রয়েছে।
লাগাতার করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়।কেশিয়াড়ি ও বেলদায় খোঁজ মেলায় উৎকন্ঠায় সকলে।