103
পত্রিকা প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে করোনা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। জানাযায় মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির করোনা হাসপাতলে দাসপুর থানার হরেকৃষ্ণপুর গ্রামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হলো। পুলিশ সূত্রে খবর পেশায় এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী, বেশ কয়েকদিন আগেই জ্বর উপসর্গ নিয়ে প্রথমে ঘাটাল হাসপাতাল তারপরে মেদিনীপুর ও সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় শালবনির করোনা হাসপাতলে, শ্বাসকষ্টজনিত কারণে। আর মঙ্গলবার রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। যোদিও এ বিষয়ে দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্কর বলেন” ওই ব্যক্তির লাশ সংগ্রহ করা হয়েছিল আগেই, তার রিপোর্ট এখনো আসেনি, ওই রিপোর্ট আসলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।