পত্রিকা প্রতিনিধি :গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা।এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার চৌরঙ্গী মোড়ের এক জেরক্স ব্যবসায়ী বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়া গোটা এলাকায়।শুক্রবার দুপুরে এই খবর শহরে আসা মাত্রই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে আতঙ্ক।তবে এই দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু ঘটলো এই জেলায়।তবে ওই মৃত ব্যবসায়ীর বয়স ৬০ বছর।তবে এই ব্যক্তি করোনা চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।এরপর মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে সদাহাস্যময় এই ব্যবসায়ীর অকাল প্রয়ানের খবরে শোকের ছায়া নেমেছে কাঁথির ব্যবসায়ী মহলে ।
প্রসঙ্গত, পাঁশকুড়া কোভিড হাসপাতালে চিকিৎসাধীন কোন করোনা আক্রান্ত রোগীর এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।তাছাড়া কাঁথি শহরেও এই প্রথম কোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল ।
তবে এই ব্যবসায়ীর লালারস পরীক্ষা করার পর তার করোনা রিপোর্ট পজেটিভ আসাতে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালে।
তার তিনি কাঁথি পুর এলাকার ১০ ওয়ার্ডের বাসিন্দা।তার এই ছোট্ট সংসারে ছেলে ও স্ত্রী আছে।তবে ওদেরও এদিন কাঁথি মহকুমা হাসপাতালে লালা রস পরীক্ষা হয়েছে।এমনকি শুক্রবার সকালে কাঁথি পৌর সভা ও দমকল বিভাগের কর্মীরা এই ব্যবসায়ীর বাড়ি ও দোকান স্যানিটাইজ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই ব্যবসায়ী কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হন।কাঁথি হাসপাতাল থেকে লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্টে করোনা আক্রান্ত বলে জানিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর। তাঁর পরেই তাঁকে চিকিৎসার জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ পাঁশকুড়া করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এই বিষয়ে কাঁথি পৌর সভার ১০ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ মাইতি বলেন, “ওই ব্যক্তি আমার অতি পরিচিত।প্রাক্তন কাউন্সিলার আরো বলেন আমার জানা করোনা আবহের মধ্যে তিনি বাইরে কোথাও যাননি। তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি বলেন আমার ধারণা ব্যবসার দিক দিয়ে হয়ত করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। যদিও এদিন সকালেই আমরা দাঁড়িয়ে থেকে ওনার বাড়ি স্যানিটাইজ করেছিলাম। দুপুর ১:৩০ মিনিট নাগাদ মেচগ্রাম বড়মা থেকে খবর আসে যে উনি গত হয়েছেন”।
এবিষয়ে স্বাস্থ্য দপ্তরে এক আধিকারিক বলেন কাঁথির ওই ব্যবসায়ী করেনা পজিটিভ হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও নিউমোনিয়া কাইটিস আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তিনি আরও বলেন সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যকে মৃতদেহটি দেখতে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের করা হবে