শুভম সিং: করোনার প্রভাবে সারা দেশজুড়ে চলছে পঞ্চম লকডাউন।আর সেই লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দিঘা ,মান্দারমনি,তাজপুর সহ একাধিক পর্যটন কেন্দ্র।কিন্তু পর্যটন কেন্দ্রের এলাকার মানুষের রোজগারের কথা ভেবে সরকারি নির্দেশিকা মেনে খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলি।আর তারপর লকডাউনের ছুটি কাটাতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা।এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে মৃত্যু হল ১জন পর্যটকের।এদের মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও,অপর পর্যটকের দেহ এখনও পাওয়া যায়নি।আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সৈকতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,লকডাউনের ছুটি কাটাতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় থেকে ৫ জন বন্ধু মিলে একটি গাড়ীতে করে গতকাল দিঘা বেড়াতে আসে।এরপর আজ,শনিবার সকালে তাদের মধ্যে ৩জন বন্ধু প্রাইভেট গাড়িতে করে তাজপুর সৈকতে চলে আসে।এরপর তারা ৩জন মিলে স্নান করার জন্য সমুদ্রে নেমে যায়।এরপর ১ এক বন্ধু স্নান সেরে পাড়ে উঠে আসে।তারপর বাকি ২জন বেশকিছুক্ষন স্নান করার পর হঠাৎই দুই জন বন্ধু সমুদ্রে তলিয়ে যায়।তার বেশকিছুক্ষন পর এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে মৃত ওই যুবককে উদ্ধার করে নুলিয়ারা।তবে এখনও বাকি একজনকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম শাহেদ সালিম(২৭)।তার হাওড়ার জেলার শিবপুরের ৫ নম্বর পি এম বস্তি এলাকায়।তাছাড়া তলিয়ে যাওয়া যুবকের নাম মহম্মদ জুনেত(৩০)।তার বাড়ি হাওড়া জেলার টিকিয়াপাড়া এলাকায়।তাছাড়া এদের সাথে স্নান করতে নামা ওই বন্ধু বর্তমানে সুস্থ্য রয়েছে।তবে তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে সমুদ্রে স্পীট বোট নামিয়ে চলছে তল্লাসি চালাচ্ছে মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ।পাশাপাশি দিঘায় থাকা বাকি তাদের দুজন বন্ধুকে এবিষয়ে খবর পাঠানো হয়েছে