পত্রিকা প্রতিনিধি :আজকের দিনে ঝাড়গ্রাম করোনা শূন্য।এটা বাস্তবায়িত করতে টানা লড়াই চালিয়ে যাচ্ছেন জঙ্গলমহলের ভূমীকন্যা ও ভূমী পুত্ররা ডাক্তার রা।এমনি একজন ভূমীকন্যা ডাক্তার বিমলা সরেন। বেলপাহাড়ি ব্লকে মেডিক্যাল অফিসার।বেলপাহাড়ি ব্লক পুরোপুরি কোরোনা শূন্য। অার কোরোনা শূন্য রাখার জন্য নিরন্তর কাজ করে চলেছেন।তিন মাস বাড়ির মুখ দেখেন নি। বাড়ির লোকের সাথে একমাত্র যোগাযোগ বলতে ফোন। টানা তিন মাস, ২৪ঘন্টা বেলপাহাড়ি হাসপাতালে রোগী দের দেখভাল করছেন ডাঃ বিমলা সরেন। একদিনের জন্যও হাসপাতাল ক্যাম্পাসের বাইরে বের হননি। টানা পরিষেবা দিয়ে চলেছেন।
ঝাড়গ্রামের প্রাক্তন এম পি ডাঃ উমা সরেন সর্ম্পক্যে তাঁর ভাগ্নী। তাঁর অনুপ্রেরনায় ডাক্তারি তে আসা। তার পর ডাক্তারি পাশ করে,এখান কার মানুষ দের পরিষেবা দিতে জঙ্গলমহলে ফিরে আসা। ডাঃ উমা সরেন এর কাছেই শিখেছেন,ক্ষমতা মানে দায়বদ্ধতা মেটানো। অার এই মহামারি র সময় জঙ্গলমহলের মানুষ দের প্রতি সেই দায়বদ্ধতা মেটাচ্ছেন তিনি। ডাঃ বিমলা সরেন অারো বলেন সাংসদ বলেছিলেন “জঙ্গলমহলে মানুষের পাশে থাকলে, সঠিক পরিষেবা দিলে তাদের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারবি। আর তাহলেই জঙ্গল মহলের মা তথা দেশ মায়ের প্রতি শ্রদ্ধা এবং সেবা করা হবে”। সেই কাজটাই করে চলেছি আমরা ডাক্তার রা।তিনমাস বাড়ি না যাওয়ার জন্য মন খারাপের থেকে দেশ মায়ের সেবা করতে পেরে খুশি বেশী।ক্যাম্পাসের মধ্যে থেকেই সেই কাজ টা নিরন্তর করে চলেছেন।