পত্রিকা প্রতিনিধি : খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। ঘুম থেকে উঠে ঘরের সামনে দাঁতাল টি কে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি, সোমবার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্ৰাম থেকে লোধাসুলি যাওয়ার মাঝে জিতুশোল লাগোয়া এলাকায় দেখা মিলল দাঁতালের। জঙ্গলে খাবারের অকাল, ক্ষেতেও নেই তেমন কোনো ফসল। খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে ৫ নম্বর রাজ্য সড়কের উপর ঘুরে বেড়ায়। বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দলছুট দাঁতালটি খাদ্যের সন্ধানে জিতুশোলের রাইস মিলে তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয় রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দাঁতাল টি কে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোডমার্চ করার পর অবশেষে জঙ্গলে ফিরে যায়। এছাড়াও গ্রামবাসীরা বলেন, এই এলাকায় আরো বেশকিছু হাতি রয়েছে। তবে এদিন এই দলছুট দাঁতাল টি খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল ।
খাদ্যের সন্ধানে রাজ্য সড়কের উপর ঘুরে বেড়ালো দলছুট দাঁতাল
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -