102
পত্রিকা প্রতিনিধি: শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসী বাড়িতে সরকারি বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা সংক্রান্ত আলোচনা সভা হয়।
২৪৪ বছরের পুরানো রীতিনীতি ভেঙে মহিষাদলের জগন্নাথ দেব,বলরামদেব ও সুভদ্রা দেবী এবার পালকিতে করে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী জানালেন সারা দেশজুড়ে চলছে করোনাভাইরাস রোগ। সেই রোগ বিস্তার করতে না পারে। তাই সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রথযাত্রার নিয়ম কানুন মেনে সব কিছু হবে কিন্তু রথ চলবে না । যদিও পুরী,মাহেশের পরই আসে মহিষাদলের রথের নাম।সেই রথ এবার সাজানো হবে কিন্তু রথ টানা হবে না। চাকা গড়বেনা,বসবেনা এক মাসের মেলা হরেক দোকানদারি।শহর জুড়ে চলছে রথ বন্ধের মাইকিং। আজ রথ কমিটির মিটিংয়ে আলোচনা হল।

২৪৪ বছরের পুরানো রীতিনীতি ভেঙে মহিষাদলের জগন্নাথ দেব,বলরামদেব ও সুভদ্রা দেবী এবার পালকিতে করে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী জানালেন সারা দেশজুড়ে চলছে করোনাভাইরাস রোগ। সেই রোগ বিস্তার করতে না পারে। তাই সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রথযাত্রার নিয়ম কানুন মেনে সব কিছু হবে কিন্তু রথ চলবে না । যদিও পুরী,মাহেশের পরই আসে মহিষাদলের রথের নাম।সেই রথ এবার সাজানো হবে কিন্তু রথ টানা হবে না। চাকা গড়বেনা,বসবেনা এক মাসের মেলা হরেক দোকানদারি।শহর জুড়ে চলছে রথ বন্ধের মাইকিং। আজ রথ কমিটির মিটিংয়ে আলোচনা হল।