পত্রিকা প্রতিনিধিঃ আই আই টি কর্তৃপক্ষের আদেশানুসারে সাফাইকর্মীদের একটা বড়ো অংশের উপরেই রয়েছে নিষেধাজ্ঞা। আই আই টির প্রাঙ্গণ প্রায় ৩৬০ জন সাফাইকর্মীর প্রতিনিয়ত ঝাঁট দেওয়ার প্রক্রিয়া চালু রাখা হয়েছিল। এই সময় সাফাই কর্মীদের অনুপস্থিতিতেই একটি বিশাল এলাকা থেকে যাচ্ছে পরিষ্কার করার ক্ষমতার বাইরে পরিস্থিতির মোকাবিলায় রোবট চালিত ঝাঁটার ব্যবস্থা কুরলেন আই আই টির একদল গবেষক। গবেষকরা জানিয়েছেন প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার বিঘা পরিমাণ রাস্তা একাই ঝাঁট দিতে পারবে এই যান্ত্রিক ঝাড়ুদার। নাম “সম্মার্জক এম বি ৪.২।”
আই আই টি খড়গপুরের নির্দেশক অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি জানান, ক্যাম্পাসের যে অংশটি সাফাই কর্মীদের কাজের বাইরে থেকে যাচ্ছে তা পূরণ করবে এই যান্ত্রিক ঝাঁটা। গবেষক দলের প্রধান অধ্যাপক মিহির ষড়ঙ্গী জানিয়েছেন, যান্ত্রিক ঝাঁটা তৈরি করা হয়েছে ভারতীয় পথ ঘাটের উপযোগী করে। প্রয়োজন মতো এর ব্রাশ গুলি উপরনীচ বা পাশাপাশি বাড়ানো কমানো যাবে। বর্তমানে এটি ব্যটারিচালিত হলেও শীঘ্রই এর সৌরচালিত সংস্করণ বের করা হবে।