পত্রিকা প্রতিনিধি:এক আদিবাসী অধ্যাপকের পরিবারকে বয়কট করে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। জানা যায়, গ্রামের কুয়োর এবং টিউবওয়েলের জল ব্যবহারও করতে পারবেন না পরিবারের সদস্যরা ।প্রশাসনের অনুমতি নিয়ে পাশের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে গত ২৪ তারিখ নিজের গ্রাম মনিয়ারডিতে যান অধ্যাপক সমর মুর্মু।সমর বাবু জানান বাবা মাকে ওষুধ এবং নগদ টাকা দিতেই তিনি বাড়িতে যান। অভিযোগ গ্রামের মানুষদের না জানিয়ে গ্রামে ঢোকার জন্য ওই আদিবাসী পরিবারকে বয়কটের নির্দেশ দেন। গ্রামবাসীদের চাপে দোকানদার এবং গ্রামের মানুষদের কাছেও বয়কটের মুখে পড়ে ওই পরিবার।
ঘটনার কথা জানিয়ে অধ্যাপক সমর মুর্মু বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। তার পরেও সমস্যার সমাধান হয়নি। একঘরে রয়েছে পরিবারটি।ফলে চরম সমস্যার মুখে পড়ে ওই আদিবাসী পরিবারটি। গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পাশের গ্রাম ছূরিমারা ও কাশিডাঙা থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে।
বয়কটের কথা স্বীকার করে নিয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনিয়ারডি গ্রামে।