পত্রিকা প্রতিনিধি :পূর্ব মেদিনীপুর জেলায় একদিনে একসঙ্গে সাতজনের করোনার সংক্রমণ মেলে ।এর মধ্যে ৫ জনই পরিযায়ী শ্রমিক ।গত শনিবার মুম্বাইয়ের দিল্লি ফেরত দুই পরিযায়ী আক্রান্ত হওয়ার পরেই নড়েচড়ে বসে ওই জেলার পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।মাত্র একদিনের মধ্যেই সাতজন পরিযায়ী শ্রমিকের শরীরে ফের করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ।এই ৭ জনের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয়েছে পাঁশকুড়ার করণা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতলে ।অপর করোনা আক্রান্ত মেচেদার ৪২ বছরের মহিলা চিকিৎসাধীন রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।জানা যায় ওই মহিলা চিকিৎসাধীন অবস্থাতেই করোনা সংক্রমিত হয়েছেন ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের গোবিন্দপুর এর এক ব্যক্তি কিছুদিন আগে দিল্লি থেকে ফিরে ছিলেন ।তিনিও করোনা আক্রান্ত ।করোণা আক্রান্ত পাঁশকুড়ার ইশাপুরের ২৩ বছরের এক যুবক ।
অপরদিকে হলদিয়া পুরসভার দিঘাসিপুর ৪৯ বছরের এক ব্যক্তি,হলদিয়ার দেউলপোতা ৩৬ বছরের যুবক ,পটাশপুর ২ ব্লকের সেলামপুরের ৩৩ বছরের যুবক মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন ।এদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।রবিবার এদের প্রত্যেকেরই গভীর রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও করোনার সংক্রমণ মিলেছে এগরার কসবাগলার ১১ বছরের এক বালকের শরীরে ।ওই বালকও পরিযায়ী শ্রমিক পরিবারের বলে জানা গেছে ।আক্রান্ত সাতজনের পরিবারের লোকেদের চন্ডিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্র মন্ডল ।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল