Home » Labor Day : শ্রম দিবস উপলক্ষে দাসপুরে তৃণমূলের পথসভাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৮ জন বিজেপি কর্মীর

Labor Day : শ্রম দিবস উপলক্ষে দাসপুরে তৃণমূলের পথসভাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৮ জন বিজেপি কর্মীর

by Biplabi Sabyasachi
0 comments

8 BJP workers leave BJP and join Trinamool at Trinamool Pathasabha in Daspur on Labor Day

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্য, কোথাও হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ তো আবার কোথাও বিজেপির জেলা কমিটি থেকেই ইস্তফা দেওয়ার ঘটনা সামনে আসছে। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে বিজেপি ত্যাগ করলো বেশকয়েকজন সক্রিয় কর্মী। রবিবার সন্ধ্যায় দাসপুর ১ ব্লকের বেলিয়াঘাটা বাসস্ট্যান্ডে তৃণমূলের এক পথসভায় ওই এলাকারই ৮ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

নিজস্ব চিত্র

১ লা মে শ্রম দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলিয়াঘাটা বাসস্ট্যান্ডে এক পথসভার আয়োজন ছিল, সেখানে উপস্থিত ছিলেন দাসপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাত্র,পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সুনীল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের উপস্থিতিতেই ৮ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগাদান করেন,দলত্যাগী বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমুল ব্লক সভাপতি সুকুমার পাত্র।

নিজস্ব চিত্র

তৃণমূল নেতৃত্বের দাবি,শ্রমজীবী খেটে-খাওয়া মেহনতি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন।নেত্রীর নেতৃত্বে রাজ্য উন্নয়নের জওয়ার চলছে তার বিপরীতে গিয়ে সাম্প্রদায়িক বিজেপি দেশের মানুষের উপর নিপিড়ন চালিয়ে যাচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপির ৮ জন কর্মীর তৃণমূলে যোগদান বলে দাবি তৃণমূল নেতৃত্বের।যদিও বিজেপি কর্মীদের দলবদল নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মিলেনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Labor Day

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.