পত্রিকা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে রাস্তায় বাস নামাচ্ছেন না বাস মালিকরা। তাছাড়া বাসভাড়া বৃদ্ধিরও দাবি রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে কিছু যাত্রী হয়রানির শিকার হচ্ছেন। বাসের যাত্রী সংখ্যা এখন যদিও খুব কম, তবুও বিভিন্ন রুটে পর্যাপ্ত সরকারী বাস না থাকয় হয়রান হতে হচ্ছে সাধারণ কিছু যাত্রীকে। মেদিনীপুর থেকে বিভিন্ন রুটে সরকারি বাস রয়েছে। কিন্তু পর্যাপ্ত বাস নেই। তাছাড়া সরকারী বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বিধি নিষেধ রয়েছে। একটি আসনে একজনই যাত্রী বসতে পারবেন। সেজন্য সরকারী বাসেও সকল যাত্রীর ওঠার সুযোগ নেই। স্কুল কলেজ বন্ধ, অফিস আদালতেও কর্মী কম থাকায় যাত্রীর সংখ্যা খুবই কম। তবুও ব্যবসার প্রয়োজনে, নিকট আত্মীয়ের বাড়ি যেতে নেকেই বাসস্ট্যান্ডে আসছেন। কিন্তু বাস না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। মঙ্গলবার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গল শহরের এক দম্পতি সহ ৬জন ঘাটাল শহরে তাঁদের নিকট আত্মীয়ের বাড়িতে যাবে বলে অপেক্ষা করেও বাস না পেয়ে ফিরে গেলেন। ওই দম্পতি বলেন, সরকার বাস চলাচলের অনুমতি দিয়েছে, অথচ বেসরকারি বাস রাস্তায় না চলায় অসুবিধ্যা পড়তে হচ্ছে। সরকারী বাসও পর্যাপ্ত না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে। বেসরকারি বাস মালিকদের অনেকেই বললেন, রাস্তায় বাস নামানো এখন ক্ষতি, কারণ চালক ও খালাসিদের বেতন, তাঁদের খরচা দিয়ে বাসের ভাড়া উঠে আসবে না। যাত্রী সংখ্যা তেমন হবে না। তাছাড়া করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। বাস যাত্রীদের বক্তব্য, বাস মালিকদের সঙ্গে সরকারের আলাপ আলোচনার মধ্যে একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।
2