Home » Haldia Petrochemicals : হলদিয়া পেট্রোকেমিক্যালসে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ

Haldia Petrochemicals : হলদিয়া পেট্রোকেমিক্যালসে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিল্পশহর হলদিয়ায় নতুন করে কর্মসংস্থানের দিশা দেখাতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল।আগামী বছরেই পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড। এই বিনিয়োগে বাংলায় প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষের।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here


2/4. এই বিনিয়োগে আগামী অর্থবর্ষের মধ্যেই শুরু হবে ফেনল ও অ্যাসিটোন প্লান্ট তৈরির কাজ যা ভারতের বৃহত্তম ফেনল ও অ্যাসিটোনের প্লান্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ২০২৬ সালের মার্চে ওই প্রকল্প চালু করার লক্ষ্যমাত্রা রেখে জোরকদমে প্রকল্পের কাজ চলছে হলদিয়ায়। ওই শিল্প সংস্থার দাবি, প্রতিদিনই প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে। প্লান্টগুলোর মাধ্যমে প্লাস্টিক রি-সাইক্লিংয়ের ব্যবস্থা করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উপযোগী হবে। কৃষি এবং স্বাস্থ্য ক্ষেত্রেও অনেকটা উন্নতি সম্ভব হবে।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল

আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব

3/4. হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নবনিত নারায়ণ জানিয়েছেন, বাংলার একটি শক্তিশালী পলিমার ইকো-সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য শিল্প সংস্থা পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে, যা উল্লেখযোগ্য পলিমার এবং রাসায়নিক নিম্নধারার ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করবে এবং রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করবে।

4/4. হলদিয়া পেট্রকেম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তারা বছরে শুধু কেমিক্যাল বিক্রি করে ৩ হাজার ২৬০ কোটি টাকার। নয়া ফেনল প্রকল্প উৎপাদন শুরু করলে স্পেশালিটি কেমিক্যাল উৎপাদনে দেশের এক নম্বর জায়গা দখল নেবে হলদিয়া পেট্রকেম। এর ফলে রাজ্যে নতুন করে আরও ক্ষুদ্র শিল্প তৈরি হবে।

আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

5000 crore investment in Haldia Petrochemicals

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.