Snatching
আরও পড়ুন ঃ–পিংলায় ট্রেকার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৩
পত্রিকা প্রতিনিধিঃ পর্যটন শহর দীঘায় গত কয়েক মাস ধরে ক্রমাগত পর্যটকদের মোবাইল , সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। তবে এই ঘটনা রুখতে প্রশাসনকে আবেদন করেছে সাধারণ মানুষ ও পর্যটকেরা। সেইমতো প্রশাসন সজাগ হয়ে পর্যটন কেন্দ্রের একাধিক এলাকায় নজরদারি চালাচ্ছে। তবে
শুক্রবার সকালে ফের এমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল নিউ দীঘার ওসিয়ানাঘাটে।
দুজন মহিলা পর্যটকদের ঘিরে তাদের মোবাইল ও সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করছিল তিন যুবক। এরপর ওই দুজন মহিলা চোর চোর বলে চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ৩ জন যুবককে পাকড়াও করে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর দীঘা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৩ জন যুবককে গ্ৰেফতার করে। তবে এই ৩ যুবক পাশ্ববর্তী রাজ্য ওড়িশার বাসিন্দা বলে জালালেও তাদের নাম বলতে অস্বীকার করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Snatching
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore