Home » শহরে ২৭ মে থেকে খুলছে ফুটপাতে হকারদের দোকান

শহরে ২৭ মে থেকে খুলছে ফুটপাতে হকারদের দোকান

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : সারাবাংলা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক শংকর দাস প্রেস বিবৃতিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী ২৭ মে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত হকারদের দোকান খোলা হবে,
কলকাতার ক্ষেত্রে হকার মার্কেটে একদিন একজন পরেরদিন হকারী করবে অন্যজন। এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে লোকাল পুলিশ ঠিক করবে কিভাবে খোলা হবে হকারদের দোকান এবং হকার নেতৃত্বের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবে,
সেই সূত্র ধরেই আজকে মেদিনীপুর শহরের হকারদের বিভিন্ন চক ইউনিটের প্রতিনিধিদের ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠক করে তাদেরকে জানিয়ে দিলেন পুলিশের সঙ্গে যে বার্তালাপের কথা।
মুখমন্ত্রীর ঘোষণার পর কয়েকদিন যাবত ধরেই মেদিনীপুর শহর পুলিশ ইনচার্জ এর সাথে যোগাযোগ রেখেছেন এবং কি বার্তালাপ হয়েছেন বৈঠকে জানিয়েছেন । মেদিনীপুর শহরে পুলিশ ইনচার্জ বলেছেন ২৭ তারিখের মধ্যে হকারদের দোকান নাম্বারিং করে দেওয়া হবে তা পুলিশের পক্ষ থেকে করা হবে আপনাদের জানানো হয়েছে ও হবে।

মন্ত্রী ঘোষণার পর কয়েকদিন যাবত ধরেই মেদিনীপুর শহরের ইনচার্জ পুলিশ কার্যাকর্তার সাথে যোগাযোগ রেখেছেন এবং কি বার্তালাপ হয়েছেন বৈঠকে জানিয়েছেন । মেদিনীপুর শহরে পুলিশ ইনচার্জ বলেছেন ২৭ তারিখের মধ্যে হকারদের দোকান নাম্বারিং করে দেওয়া হবে তা পুলিশের পক্ষ থেকে করা হবে আপনাদের জানানো হয়েছে ও হবে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.