0
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গভীর রাতে মেছেদা ফ্ল্যাইওভারের নিচে থাকা দুটি দোকানে আগুন।আগুন লেগে ভস্মীভূত দোকানের সরঞ্জাম। মেছেদা স্টেট ব্যাঙ্ক সংলগ্ন ফ্লাইওভারের নিচে দুটি দোকান ছিল।
একটি টায়ার – ব্যাটারীর দোকান ও একটি চার চাকা গাড়ীর গ্যারেজ।গভীর রাত্রিতে হটাৎ ই আগুন লেগে যায়।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে কোলাঘাট থানায় খবর দেন। কোলাঘাট থানার পুলিস ঘটনাস্থলেই ছুটে আসে। চারটি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
দুটি দোকান এর সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে।ক্ষতি কয়েক লক্ষ টাকা। তবে প্রত্যক্ষদর্শী দোকানদারের দাবি জমা নোংরাতে কেউ আগুন লাগিয়ে দেয় সেই আগুন থেকেই এমন বিপত্তি।একটি চারচাকা গাড়ি,একটি মারুতি সহ দোকানের যাবতীয় সরঞ্জাম পুড়ে গিয়েছে।