ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানার পুলিশের বড়সড় সাফল্য। চুরি যাওয়া ২৪ টি বাইক উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটত থানা এলাকায়,ক্ষোভও বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। বাইক চুরির কিনারায় অভিযানে নামে চন্দ্রকোনা থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে শনিবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ধান্যগাছী গ্রাম থেকে একসাথে ২৪ টি বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ,পাশাপাশি ওই গ্রাম থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানাযায়,ধান্যগাছী গ্রামের বাসিন্দা অশ্বিনী রায় ও অলীপ সাঁতরা নামের দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। অশ্বিনী রায়ের সিমেন্টের খুঁটি বানানোর দোকান রয়েছে অপরজন অলীপ সাঁতরা পেশায় চাষি।যদিও বাইক চুরির ঘটনায় এখনও অধরা মুল অভিযুক্ত।
ধৃতদের রবিবার ঘাটাল মহকুমা আদালতে পাঠানো হয়। চন্দ্রকোনা থানার পুলিশ জানায়,ধৃত দুজনকে জেরা করে জানতে পারে দুজনে অন্য জায়গা থেকে চুরি যাওয়া বাইক কম দামে কিনে এনে তা ধান্যগাছীতে তাদের গ্রামে নিয়ে এসে মানুষদের বুঝিয়ে চুরির বাইক বিক্রি করতো এমনই জানায় পুলিশ। তবে বাইক চুরির মুল পান্ডার খোঁজ চালাচ্ছে চন্দ্রকোনা থানার পুলিশ,মুল অভিযুক্তও দ্রুত ধরা পড়বে বলে পুলিশের তরফে জানানো হয়।চুরি যাওয়া এতো সংখ্যক বাইক একসাথে উদ্ধার হওয়ায় খুশি চন্দ্রকোনাবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bikes Recovered
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore