Home » Illegal Tree Cutting : পশ্চিম মেদিনীপুরে অবৈধ গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১৬ জন, বাজেয়াপ্ত ২৬৮৫ টি গাছ

Illegal Tree Cutting : পশ্চিম মেদিনীপুরে অবৈধ গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১৬ জন, বাজেয়াপ্ত ২৬৮৫ টি গাছ

by Biplabi Sabyasachi
0 comments

Illegal Tree Cutting : গাছ কাটা ও বহনের জন্য মানতে হবে একাধিক নির্দেশ। নজরদারিতে থাকবে পুলিশও। সম্প্রতি গড়বেতা, চন্দ্রকোনা, গুড়গুড়িপাল সহ বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ ওঠে। জেলায় মোট ১০ টি মামলা হয়েছে পুলিশে। ওই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ গাছ কাটা এবং পাচারের ঘটনায় নড়েচড়ে বসল জেলা পুলিশ ও প্রশাসন। গাছ কাটা ও বহনের জন্য মানতে হবে একাধিক নির্দেশ। নজরদারিতে থাকবে পুলিশও। সম্প্রতি গড়বেতা, চন্দ্রকোনা, গুড়গুড়িপাল সহ বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ ওঠে। জেলায় মোট ১০ টি মামলা হয়েছে পুলিশে। ওই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : এক বছর পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও কৃষি দফতরে নিয়োগ দুই স্থায়ী কর্মাধ্যক্ষ

Illegal Tree Cutting
পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার দীনেশ কুমার।

বাজেয়াপ্ত করা হয়েছে ২৬৮৫ টি গাছ। জেলায় এসে বেআইনিভাবে গাছকাটাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এমন হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পরেই গত ২৪ মে প্রশাসনিকস্তরে একটি বৈঠকও হয়। সেখানে জেলা প্রশাসন, পুলিশ, বন দফতরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।

আরও পড়ুন : জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে হয়রানির নালিশ, কাঠগড়ায় ঘাটাল মহকুমা হাসপাতাল

গাছ কাটা এবং বহন করা নিয়ে শুক্রবার বিকেলে মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে একাধিক নির্দেশিকা জানালেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। সেই নির্দেশিকাতে বলা হয়েছে, বিনা অনুমতিতে গাছ কাটা যাবে না। বেসরকারী জমির মালিক গাছ কাটার আবেদন করতে পারবে। জমি সরকারী হলে দফতরকে আবেদন করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। বন দফতরের রেঞ্জ অফিসারকে পরিদর্শন করতে হবে। তারপর লিখিত অনুমতি। নির্দিষ্ট সময়সীমা পরে ভেরিফিকেশান করা হবে বনদফতরের তরফে।

আরও পড়ুন : স্বাক্ষর ও সিল জাল করে তিন আদিবাসী মহিলার ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ জঙ্গমহলে

Advertisement

অনুমতির বাইরে গাছ কাটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। অনুমতি মিললেও গাছ কাটতে হবে দিনের আলোয়। পরিবহন করতে হবে দিনের আলোয়। রাতের অন্ধকারে কোনোভাবেই গাছ কাটা কিংবা কাটা গাছ পরিবহন করা যাবে না। প্রত্যেকটা গাছকে সংরক্ষন করতে হবে। পঞ্চায়েত স্তরে কোনোভাবে রেজলিউসান করে কাটা যাবে না গাছ। গাছ কাটতে গেলে মানতে হবে সমস্ত রকমের আইন। না হলে হাজতবাস! বন দফতরের পাশাপাশি নজর রাখবে পুলিশও।

আরও পড়ুন : তমলুকে লটারিতে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যক্তি! পরের দিনই লটারিতে কোটিপতি প্রতিবেশী মৎস্যজীবি

অপরদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে চুরি যাওয়া স্কুটি গাড়ি সহ গ্রেফতার এক,জানালেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।বেশ কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠছিল চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা, অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে খড়গপুর শহরজুড়ে বাড়তি নজরদারির জন্য লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। এবার সেই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে চুরি যাওয়া স্কুটি গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করল খড়গপুর লোকাল থানার পুলিশ।

kharagpur
খড়্গপুরে চুরি যাওয়া স্কুটি উদ্ধার

আরও পড়ুন : ‘ভগবানপুরের নান্টু প্রধান বস্তা বস্তা টাকা তুলে দিত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে’! বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

শুক্রবার দুপুরের পর এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। প্রসঙ্গত মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে করার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে শহরের নিরাপত্তা বাড়ানোর জন্য, এর পরেই গোটা শহর জুড়ে বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা,তবে এই খবর ছড়িয়ে পড়তেই, আগামী দিনে শহরের দুষ্কৃতী দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে আশাবাদী শহরবাসী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Illegal Tree Cutting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.