Home » কাঁথিতে করোনায় মৃত্যু পুরসভার প্রাক্তন কাউন্সিলরের

কাঁথিতে করোনায় মৃত্যু পুরসভার প্রাক্তন কাউন্সিলরের

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং:কাঁথি:পূর্ব মেদিনীপুরঃ এক জেরক্স দোকানের ব্যবসায়ীর মৃত্যুর পর এবার করোনায় মৃত্যু হল কাঁথি পুরসভার ১৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সুপার মার্কেটের ভূষিমাল ব্যবসায়ী ভবতোষ বেরার (৫৮)।তবে এই নিয়ে করোনায় কাঁথি শহরে দুজন ব্যবসায়ীর মৃত্যু হল।

জানা গিয়েছে,গত ৭-৮ দিন আগে শারীরিক চিকিৎসার জন্য প্রতিবেশী রাজ্য ওড়িশায় গিয়েছিলেন ভবতোষ বাবু।এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ভুবনেশ্বরে উৎকল নার্সিংহোমে তাকে ভর্তি করে দেন তার পরিবারের সদস্যরা।এরপর সেখানেই তিনি কোন ভাবে ক‍রোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।এরপর তাঁকে স্থানীয় একটি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপর সেখানে তিনদিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ,বুধবার দুপুর ১টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এই খবর আসার পরেই এম্বুলেন্সে করে ওড়িশার উদ্দেশ্যে বেরিয়ে যায় তাঁর দুই ছেলে শুভদীপ বেরা ও সুদীপ বেরা।তবে কাঁথির এই প্রাক্তন কাউন্সিলার তথা ব্যবসায়ীর শেষকৃত্য ভুবনেশ্বরেই হবে বলে জানা যাচ্ছে।তাছাড়া এই খবর জানার পরে কাঁথি শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে ।

প্রসঙ্গত,গত ২৪তারিখ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার চৌরঙ্গী মোড়ের এক জেরক্স ব্যবসায়ী বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়া গোটা এলাকায়।শুক্রবার দুপুরে এই খবর শহরে আসা মাত্রই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে আতঙ্ক।তবে এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু ঘটলো এই জেলায়।তবে ওই মৃত ব্যবসায়ীর বয়স ৬০ বছর।তবে এই ব্যক্তি করোনা চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।এরপর মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে সদাহাস্যময় এই ব্যবসায়ীর অকাল প্রয়ানের খবরে শোকের ছায়া নেমেছে কাঁথির ব্যবসায়ী মহলে।তবে ফের আবারও এক ব্যবসায়ীর করোনায় মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়‌।

অপরদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গেল। গত ১২ দিনে দেশে আক্রান্ত হলেন পাঁচ লক্ষ মানুষ। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯ জন।মৃত ভবতোষ বাবুর ছেলে শুভদীপ বেরা জানান,আজ হাসপাতাল সূত্রে বাবার মৃত্যুর খবরটি আমাদের দুপুরে জানানো হয়েছে।তবে কি উপসর্গ নিয়ে বাবার মৃত্যু হল তা সংশয় রয়েছে আমাদের পরিবারের সকলের মধ্যে। তবে প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে করোনা সংক্রমণ হলেন ?

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.