Covid vaccine news
আরও পড়ুন ঃ-খড়গপুর ৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ , আহত ২
পত্রিকা প্রতিনিধি: রাজ্যে করোনঅ আক্রান্তের সংখ্যা সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলে কোভিড সংক্রমণ। চাহিদা বাড়ছে অক্সিজেনেরও। কিছুদিন আগেই জেলায় অক্সিজেনের জোগান কেমন রয়েছে, তা খতিয়ে দেখতে সরেজমিনে নেমেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকেরা।বেলাগাম করোনা সংক্রমণের জেরে বেড়েই চলেছে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলায় ৫ টি হাসপাতালে তৈরী করা হবে ৬ টি অক্সিজেন প্ল্যান্ট। এর মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২ টি অক্সিজেন প্ল্যান্ট তৈরী করা হবে। এছাড়াও খড়্গপুর মহকুমা হাসপাতাল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল,ঘাটাল মহকুমা হাসপাতাল ও শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরী হবে ১ টি করে অক্সিজেন প্ল্যান্ট। এর ফলে জেলায় অক্সিজেনের ঘাটতি অনেকটাই কমবে বলে জানানো হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
অপরদিকে আজ রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর ওই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সম্প্রতি রাজ্য সরকার কোভ্যাকসিন ও কোভিশিল্ড এই দুরকমের ভ্যাকসিনের বরাত দেয়। সেই অনুযায়ী রবিবার সকালেই রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাকসিন। এর আগেই গত ৫ মে রাজ্যে এসেছে কেন্দ্র থেকে আসা ৫ লক্ষ ডোজ।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত শনিবারের রাতের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমতি হয়েছেন ১৯৪৩৬জন। একদিনে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। রাজ্যে এখন অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ১৬৫ জন। করোনাকে জয় করেছেন ১৮ হাজার ২৪৩জন। পশ্চিম মেদিনীপুরে একদিনে আক্রান্ত ৭৮৬ জন, মৃত্যু হয়েছে ৫ জনের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid vaccine news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore