পত্রিকা প্রতিনিধি: শহরে শনিবার রাতের জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের কাছাকাছি, কামারপাড়া এলাকার এক যুবক (৩৯) করোনা আক্রান্ত হয়েছেন, যিনি সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, যুবক পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাঁর পোস্টিং ছিল ভিন রাজ্যে (সম্ভবত, ঝাড়খন্ডের জামশেদপুর এলাকা)। ভিন এলাকা থেকে ফেরার জন্যই গত ৩০ শে জুলাই আয়ুশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দিয়েছিলেন, ১ আগস্ট রাতে রিপোর্ট পজিটিভ আসে। ওই যুবকের শরীরে বিশেষ উপসর্গ নেই বলে জানা গেছে। তাঁকে লেভেল ওয়ান আয়ুশ হাসপাতালে পাঠানো হয়েছে, চিকিৎসার জন্য।
রবিবার শহরের অরবিন্দনগর এলাকায় পুলিশি তৎপরতা না দেখা গেলেও বিকেল ৫ টা নাগাদ ওই এলাকায় দমকলের একটি ইঞ্জিন এসে জীবানুনাশক স্প্রে করে। তার পাশাপাশি করোনা আক্রান্তের সামনের গলিটি গার্ডরেল দিয়ে ঘিরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয় পুলিশের তরফে।
0