Home » নির্বাচনী প্রচারে পটাশপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

নির্বাচনী প্রচারে পটাশপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ ভোট প্রচারে বাংলায় কেন্দ্রীয় নেতাদের আগমন লেগেই রয়েছে। চলতি মাসের ২৪ তারিখ বাংলায় পুনরায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তির সমর্থনে ভঞ্জরপুকুরে জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ‍্য সহ সভাপতি রিতেশ তিওয়ারি , কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই সহ অন্যান্য দলীয় কর্মীরা।

এদিন জনসভায় এসে মমতাকে নিশানা করে স্মৃতি ইরানি বলেন, যে বাংলার প্রত‍্যেকটি বাড়িতে বাড়িতে সরস্বতী পূজো হত, আর সেই বাংলায় সরস্বতী পূজো হতে দিলো না তৃণমূল। বাংলার এমনই অবস্থা করে দিল তারা। রামনবনীতে মিছিল করার আগে গরীব মানুষদের পুলিশের সামনে হাত জড়ো করে দাঁড়াতে হয়েছিল। আর আজ বাংলায় দিদির খেলা দেখ , যে তৃণমূলের নেত্রী দুর্গা পূজোয় মূর্তি বিসর্জন হতে দিল না, সরস্বতী পূজো সম্মানের সাথে হতে দিল না , রামনবনীর মিছিল হতে দিল না, আর ওই তৃণমূল নেত্রী এখন নন্দীগ্রামে গিয়ে চন্ডি পাঠ করছে। তাছাড়া যে তৃণমূলের নেতাগণ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মানুষকে মেরে ঝুলিয়ে দিয়েছিল তাকে কি ভোট দেবে সাধারন গরীব মানুষ ! আপনাদের হাতের আঙুলে বাংলার ভবিষ্যৎ রয়েছে। তাই আপনারা নিজেদের একটি ভোট দিয়েই বাংলা থেকে তৃণমূল’কে তাড়াতে পারবেন, আর আসল পরিবর্তন আনতে পারবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১০ কোটি কৃষককে প্রত‍্যেক বছর  কৃষকের ব্যাঙ্কের খাতায় ৬ হাজার টাকা দিয়ে পাঠান। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার কৃষকেদের টাকা দিতে হবে না। তাছাড়া আমরা শুনেছিলাম তৃণমূল বাংলায় চাল, ত্রিপল সহ একাধিক জিনিসপত্র চুরি করেছে । কিন্তু পূর্ব মেদিনীপুরে এসে শুনলাম মোবাইল টাওয়ারের ব্যাটারিও চুরি করে ফেলেছে। তাই আপনাদের ভবিষ্যৎ যাতে চুরি করতে না পারে তার জন্য আগামী২৭ শে মার্চ পদ্মফুলে বোতল টিপে পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী’কে জয়যুক্ত করার বার্তা দেন তিনি। তবে এদিন স্মৃতি ইরানির জনসভায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.