পত্রিকা প্রতিনিধি: গৃহবধূর শরীরে কেরোসিন তেল ছিটিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল গৃহবধূর শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পূর্বমেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,৭ বছর আগে মংলামাড়ো এলাকার বাসিন্দা সঞ্জয় আড়ির ছেলে মলয় আড়ির সঙ্গে বিয়ে হয় রঞ্জিতা ঘোড়াই নামের এক মহিলার।এরপর ওই রঞ্জিতা দুটি কন্যা সন্তানের জন্ম দেন।আর তা নিয়ে বেশ কয়েকবছর ধরে চলতে থাকে পরিবারিক অশান্তি।আর এরপর বুধবার বিকালে রঞ্জিতার শ্বশুর ও দেওর মিলে মহিলার সঙ্গে ঝগড়াঝাটি করে গায়ে কেরোসিন তেল গায়ে ছিটিয়ে আগুন লাগিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়।এরপর ঘটনার খবর পেয়ে ওই মহিলার স্বামী বাজার থেকে এসে দেখে তার স্ত্রী আগুনে পোড়া অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।এই ঘটনার খবর পেয়ে ওই মহিলার ভাই রাজা ঘোড়াই তার বাড়িতে এসে তার দিদিকে উদ্ধার করে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।এরপর ওই মহিলাকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনার পর ওই রঞ্জিতার বাবার বাড়ির পক্ষ থেকে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এরপর পটাশপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।